মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

এত ঋণ নিয়ে শীর্ষ লিগে খেলার যোগ্যই নয় বার্সা: উলি হোনেস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৫ ১৭:০৬

আপডেট: ২৫ নভেম্বর, ২০২৫ ১৭:১০

শেয়ার

এত ঋণ নিয়ে শীর্ষ লিগে খেলার যোগ্যই নয় বার্সা: উলি হোনেস
সংগৃহীত ছবি

স্প্যানিশ বার্সেলোনা নতুন করে ঘরের মাঠে ফিরছে, দলটিও সাম্প্রতিক ম্যাচগুলোতে ছন্দে ফিরেছেএমনটাই জোর দিয়ে বলে যাচ্ছেন সভাপতি জোয়ান লাপোর্তা। কিন্তু ইউরোপজুড়ে সবাই যে একই দৃষ্টিতে দেখছে, তা নয়। জার্মানিতেই উঠেছে বার্সাকে নিয়ে সবচেয়ে তীব্র সমালোচনার সুর, আর তার উৎস জার্মান পাওয়ারহাউজ বায়ার্ন মিউনিখের সম্মানিত সভাপতি উলি হোনেস।

হোনেসের দাবি সরাসরি কাঁপিয়ে দিয়েছে ফুটবল মহলকে—“বার্সেলোনার ঋণ ১.৩ বিলিয়ন ইউরোর বেশি। এমন ঋণ নিয়ে অন্য কোনো দেশে তারা শীর্ষ লিগে খেলতেই পারত না। এটা হাস্যকর ও অগ্রহণযোগ্য।”

ওএমআর’ পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এ ধরনের আর্থিক অস্থিরতা কোনোভাবেই আধুনিক ফুটবলের টেকসই কাঠামোর সঙ্গে মানানসই নয়।

হোনেস আরও বলেন, বার্সার বর্তমান আর্থিক কাঠামো একেবারেই অনিরাপদ: “বার্সা যেভাবে চলছে, তা কোনো সফল ক্লাব মডেলের সঙ্গে যায় না। বিপরীতে বায়ার্নের মতো ক্লাবে শক্ত আর্থিক নিয়ন্ত্রণ, সঠিক ব্যবস্থাপনা এবং স্থিতিশীলতা রয়েছে।”

তার মতে, শুধুমাত্র জার্মানির বুন্দেসলিগাই নয়, যেকোনো কঠোর অডিটব্যবস্থার লিগে বার্সা প্রথম বিভাগে টিকে থাকতেই পারত না। “জার্মান লাইসেন্সিং নিয়মের চাপে ১.৩ বিলিয়ন ইউরো ঋণের ক্লাবকে সঙ্গে সঙ্গে থামিয়ে দেওয়া হতো,”—যোগ করেন তিনি।

গত কয়েক বছর ধরে একের পর এক অর্থনৈতিক ‘লেভার’ ব্যবহার করে স্কোয়াড গঠন, চুক্তি নবায়ন এবং নতুন খেলোয়াড় সাইনিং চালিয়ে গেছে বার্সেলোনা। হোনেসের মতে, এই পদ্ধতি মূল সমস্যা আরও দীর্ঘায়িত করছে।

তিনি বলেন, “ঝুঁকিপূর্ণ হিসাব-নিকাশ দিয়ে ক্লাব চালানো যায় না। দীর্ঘমেয়াদে এটি ধ্বংসের পথ।”

যেখানে লাপোর্তা ক্লাবের আর্থিক পুনরুদ্ধারকে সামনে রাখছেন, সেখানে হোনেসের মতো ইউরোপীয় অভিজ্ঞ প্রশাসকের কঠোর মন্তব্য নতুন করে প্রশ্ন তুলেছে বার্সা কি সত্যিই আর্থিকভাবে ঘুরে দাঁড়াচ্ছে, নাকি কাগজে-কলমে হিসাব চালিয়েই টিকে আছে?



banner close
banner close