মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ০ পৌষ, ১৪৩২

বিপিএলে নতুন দল নোয়াখালী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৫ ১১:৪৬

শেয়ার

বিপিএলে নতুন দল নোয়াখালী
ছবি: সংগৃহীত

তিন দফা পিছিয়ে আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের নিলাম। ১২তম আসরে প্লেয়ার্স-ড্রাফটের বদলে হবে অকশন। তবে তার আগে বিপিএল নিয়ে যেন নাটকীয়তার শেষ নেই। শুরুতে পাঁচ দল নিয়ে বিপিএল শুরুর কথা থাকলেও নতুন করে যুক্ত হলো আরেকটি দল।

সোমবার রাতে দেশ ট্রাভেলসের মালিকানায় নোয়াখালী এক্সপ্রেস নামে নতুন দল যুক্ত হয়েছে বিপিএলে। দলটির একজন কর্মকর্তা ঢাকা পোস্টকে জানিয়েছেন, ‘রাতেই মেইলের মাধ্যমে বিসিবি দল নিশ্চিতের খবর জানিয়েছে। আজ বাকি সবকিছু চূড়ান্ত হবে।’

সুতরাং আসন্ন আসরে ছয়টি দল নিয়ে ২৬ ডিসেম্বর মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের ১২তম আসর। ফাইনাল হতে পারে ২৪ জানুয়ারি।

বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস মালিকানা পেয়েছে রংপুর রাইডার্সের। চট্টগ্রাম রয়্যালসের মালিকানা দেয়া হয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিসকে। এ ছাড়া নাবিল গ্রুপ রাজশাহী, ক্রিকেট উইথ সামি সিলেট ও চ্যাম্পিয়ন স্পোর্টস পেয়েছে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা।



banner close
banner close