মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ০ পৌষ, ১৪৩২

শিরোপা জিততে বাংলাদেশের প্রয়োজন ১২৬ রান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৫ ২২:২১

আপডেট: ২৩ নভেম্বর, ২০২৫ ২২:৪৫

শেয়ার

শিরোপা জিততে বাংলাদেশের প্রয়োজন ১২৬ রান
সংগৃহীত ছবি

রাইজিং স্টার এশিয়া কাপের ফাইনালে রিপন-রকিবুলদের বোলিং তোপে ১২৫ রানে গুটিয়ে গেছে পাকিস্তান শাহীনস। শিরোপা জিততে বাংলাদের প্রয়োজন ১২৬ রান।

রবিবার (২৩ নভেম্বর) কাতারের দোহায় প্রথম বলেই ইয়াসির খানকে রান আউট দারুণ শুরু করে বাংলাদেশ। এরপরের ওভারের মোহাম্মদ ফায়েককেও রানের খাতা খুলতে দেননি মেহেরব। গাজী ঘনিকে বোল্ড করেন রকিবুল হাসান।

মাত্র ২৫ রানেউইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। ২৩ রান করা মাজ সাদাকাতকে সাজঘরে পাঠান জিশান আলমআর রকিবুল যখন ইরফান খানকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তখনউইকেটে ৭৫ রানের দল পাকিস্তানধুঁকতে থাকা দলটার হাল ধরেন তখন সাদ মাসুদশেষ পর্যন্ত তার ৩৮ রানে ১২৫ রানে শেষ হয় ইনিংস। ১৯তম ওভারে রিপন মন্ডল নেন তিন উইকেট



banner close
banner close