মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ০ পৌষ, ১৪৩২

সুখবর পেলেন তাসকিন-মুস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৫ ১৫:৫৯

আপডেট: ২৩ নভেম্বর, ২০২৫ ১৬:৩৬

শেয়ার

সুখবর পেলেন তাসকিন-মুস্তাফিজ
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল লিগ টি–টোয়েন্টি (আইএল টি–টোয়েন্টি)–এর চতুর্থ আসর শুরু হবে আগামী ২ ডিসেম্বর, আর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৪ জানুয়ারি। ৬ দলকে নিয়ে ৩৪ ম্যাচের এই প্রতিযোগিতা আবুধাবি, দুবাই ও শারজাহ—এই তিন শহরে আয়োজন করা হবে।

এবারের আসরে অংশ নেয়ার জন্য বাংলাদেশ দলের দুই তারকা পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানকে ৩ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত এনওসি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির নির্ভরযোগ্য একটি সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

মুস্তাফিজকে ঘিরে আইএল টি–টোয়েন্টির দল পাওয়া নিয়ে তৈরি হয়েছিল নাটকীয় পরিস্থিতি। নিলামের আগে লুক উডের বদলি হিসেবে দুবাই ক্যাপিটালস প্রথমে তাকে দলে ভেড়ালেও পরে চুক্তি বাতিল করে পাকিস্তানি ব্যাটার হায়দার আলীকে নেয়। প্রায় এক মাস পর আবার মুস্তাফিজকে বিকল্প খেলোয়াড় হিসেবে দলে টানার ঘোষণা দেয় ফ্র্যাঞ্চাইজিটি। ফলে ২ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া আসরে দুবাই ক্যাপিটালসের জার্সিতে দেখা যাবে তাকে। এর আগেও একই মালিকানার দল দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে খেলেছেন এই বাঁহাতি পেসার।

অন্যদিকে, নিলামে ৮০ হাজার ডলার ভিত্তিমূল্যে তাসকিনকে দলে ভিড়িয়েছে শারজাহ ওয়ারিয়র্স। আর এমআই এমিরেটস ৪০ হাজার ডলার ভিত্তিমূল্যে দলে নিয়েছে সাকিব আল হাসানকে। ফলে এবারের আইএল টি–টোয়েন্টিতে বাংলাদেশের তিন ক্রিকেটার অংশ নিতে যাচ্ছেন।

বিপিএল ও এনওসি প্রসঙ্গে বলা হয়, ডিসেম্বরেই নতুন মৌসুমের বিপিএল শুরু হওয়ার কথা, তবে এখনো চূড়ান্ত সূচি ঘোষণা করা হয়নি। গতবার দেশে ফিরে বিপিএল না খেললেও এবার সাকিবের আইএল টি–টোয়েন্টিতে খেলা প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে।

তবে তাসকিন ও মুস্তাফিজ পুরো আইএল টি–টোয়েন্টি খেলতে পারবেন কি না, তা নির্ভর করবে বিপিএলের সময়সূচির ওপর। ইতোমধ্যে তাসকিনকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস, আর মুস্তাফিজ খেলবেন রংপুর রাইডার্সের হয়ে।

অন্যদিকে, অস্ট্রেলিয়ায় একই সময়ে অনুষ্ঠিত হতে যাওয়া বিগ ব্যাশ লিগে (বিবিএল) অংশ নেওয়ার জন্য আগেই এনওসি পেয়েছেন লেগস্পিনার রিশাদ হোসেন। বিদেশি লিগে খেলোয়াড়দের অংশগ্রহণের ব্যাপারে এবার তুলনামূলকভাবে নমনীয় নীতি গ্রহণ করেছে বিসিবি।



banner close
banner close