মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ০ পৌষ, ১৪৩২

অ্যাশেজ সিরিজ; হেডের বিশ্বরেকর্ডে দুই দিনেই জিতলো অস্ট্রেলিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৫ ১৬:২৯

আপডেট: ২২ নভেম্বর, ২০২৫ ১৬:৩৭

শেয়ার

অ্যাশেজ সিরিজ; হেডের বিশ্বরেকর্ডে দুই দিনেই জিতলো অস্ট্রেলিয়া
ছবি: সংগৃহীত

পার্থে সফরকারী ইংল্যান্ডকে বিষাদে ডুবিয়ে অস্ট্রেলিয়াকে আনন্দের ঢেউয়ে ভাসিয়েছেন ট্রাভিস হেড। সফরকারীদের দেওয়া ২০৪ রান তাড়া করতে নেমে হেড যেন খেলতে শুরু করলেন ‘টি-টোয়েন্টি’। চার-ছয়ের ফুলঝুড়িতে একাই করেছেন ৮৩ বলে ১২৩। বাঁহাতি এ ব্যাটার তিন অঙ্ক ছুঁয়েছেন ৬৯ বলে, যা টেস্টে চতুর্থ ইনিংসে রানতাড়ায় দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড। অজি এই ব্যাটারের বিশ্ব রেকর্ডে ভর করে অস্ট্রেলিয়া লক্ষ্য পেরিয়ে গেছে মাত্র ২ উইকেট হারিয়ে।

ইংল্যান্ড শুধু ৮ উইকেটের ব্যবধানেই হারেনি, হেরেছে দুই দিনের মধ্যেই। অ্যাশেজ ইতিহাসে দুই দিনের মধ্যে কেউ টেস্ট হারল ১০৪ বছর পর।

রান তাড়ায় নেমে উদ্বোধনী জুটিতে জেক ওয়েদারহের্লান্ডের সঙ্গে ৭৯ রান যোগ করেন হেড। ২৩ রান করে দলীয় ৭৫ রান জেক বিদায় নেন ব্রাইডন কার্সের বলে। এরপর ১১৭ রানের জুটি গড়েন হেড ও লাবুশেন। এই জুটিও ভাঙেন কার্স। ওলি পোপের হাতে ক্যাচ দিয়ে ১২৩ রান করে হেড বিদায় নেন । জয় থেকে তখন কেবল ১৩ রান দূরে অজিরা। বাকি কাজটুকু সেরে নেন লাবুশেন ও অধিনায়ক স্টিভেন স্মিথ। লাবুশেন অর্ধশতক আদায় করে ৫১ ও ২ রানে অপরাজিত ছিলেন স্মিথ।



banner close
banner close