সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

নারী কাবাডি বিশ্বকাপে প্রথম পদক নিশ্চিত করলো বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৫ ১২:০৮

শেয়ার

নারী কাবাডি বিশ্বকাপে প্রথম পদক নিশ্চিত করলো বাংলাদেশ
ছবি: সংগৃহীত

চলমান নারী কাবাডি বিশ্বকাপের প্রথম পদক নিশ্চিত করেছে বাংলাদেশ। শনিবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া ম্যাচে থাইল্যান্ডকে ৪০-৩১ পয়েন্টে হারায় স্বাগতিকরা।

থাইল্যান্ড টস জিতে প্রথমে রেইড বেছে নেয়। থানিয়ালাক বেনরিথ বোনাস পয়েন্ট নিয়ে শুরু করেন। দ্বিতীয় রেইড থেকে শ্রাবণী মল্লিক বাংলাদেশকে প্রথম পয়েন্ট এনে দেন, যা ছিলো বোনাস পয়েন্ট। পরের রেইডে শ্রাবণী একজনকে মেরে আসেন। শুরু থেকে এগিয়ে থাকা থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশকে প্রথমবারের লিড এনে দেন মেইবি চাকমা।

ম্যাচ চলতে থাকে সমান তালে, রেখা আক্তারি ট্যাকল করতে গিয়ে পয়েন্ট দেন। ফিরতি রেইড থেকে পয়েন্ট নিয়ে আসেন বৃষ্টি বিশ্বাস। নবম মিনিটে ইনজুরি নিয়ে ম্যাট ছাড়েন বাংলাদেশি রেইডার শ্রাবণী মল্লিক। ১১-১১ সমতা থেকে বৃষ্টি এক রেইডে দুইজনকে মেরে আসেন, লিড পায় বাংলাদেশ। ১৪-১২ পয়েন্টে এগিয়ে থেকে মাঝ বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর দ্রুতই প্রতিপক্ষকে অলআউটে করে বাংলাদেশ, ১৮-১৩ পয়েন্টে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয়বারের মতো থাইল্যান্ডকে অলআউট করে ৩১-১৮ পয়েন্টে এগিয়ে যায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত ৪০-৩১ পয়েন্টে থাইল্যান্ডকে হারায় স্বাগতিকরা।

এর আগে, উগান্ডাকে ৪২-২২ পয়েন্টে হারিয়ে আসর শুরু করে বাংলাদেশ।



banner close
banner close