প্রথম ইনিংসে রানের পাহাড় গড়ার পর এবার দ্বিতীয় ইনিংসে লিডের পাহাড় গড়ছে বাংলাদেশ দল। মধ্যাহ্ন বিরতির আগে বাংলাদেশের লিড ৪৯১ রান। স্বাগতিক ব্যাটারদের দাপটে কোনো জবাবই খুঁজে পাচ্ছেন না আয়ারল্যান্ডের বোলাররা।
এই সেশনে দুই উইকেট হারিয়ে বাংলাদেশ রান তুলেছে ১২৪। মুমিনুল ৭৯ ও মুশফিক অপরাজিত আছেন ৪৪ রানে। দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত বাংলাদেশের রান ৩ উইকেটে ২৮০। মোটামুটি ওয়ানডে মেজাজেই খেলছেন দুই ব্যাটার।
এর আগে, চতুর্থ দিনের শুরুতে ছয় বলের মধ্যে দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ। ৭৮ রান করে সাদমান ইসলাম সাজঘরে ফেরার পর এক রান করে আউট হয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও।
শনিবার এক উইকেটে ১৫৬ রান নিয়ে ব্যাটিং করতে নামে স্বাগতিকরা। প্রথম তিন ওভারেই একটি করে বাউন্ডারি আসে। যার দুটি সাদমানের ব্যাট থেকে আর অন্যটি মুমিনুলের।
দুই ব্যাটারকেই আত্মবিশ্বাসী মনে হলেও ম্যাকব্রাইনের বলে ৭৮ রান করে আউট হন সাদমান লেগ বিফোরের ফাঁদে পড়ে। দ্বিতীয় টেস্টেও সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে সুযোগ হাতছাড়া করলেন তিনি। ১৭৩ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ।
আরও পড়ুন:








