সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করা হবে ২৫ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৫ ১১:৪১

শেয়ার

টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করা হবে ২৫ নভেম্বর
ছবি: সংগৃহীত

আগামী বছর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক এই আসর শুরু হতে খুব বেশি সময় বাকি না থাকলেও এখনও প্রকাশ করা হয়নি সূচি। কবে ঘোষণা করা হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি, সেটি নিয়ে মিলেছে ইতিবাচক বার্তা।

পাকিস্তানের গণমাধ্যম জিও সুপারের খবর, টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি আনুষ্ঠানিকভাবে আগামী ২৫ নভেম্বর প্রকাশ করা হবে। ভারতের মুম্বাইয়ে এক বিশেষ অনুষ্ঠানে সূচি উন্মোচন করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে থাকছেন বেশ কয়েকজন সাবেক ও বর্তমান ক্রিকেটার।

টুর্নামেন্টের ১০ আসর আগামী বছরের ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০ দলের এই প্রতিযোগিতার সহ-আয়োজক হিসেবে ইতোমধ্যে ভারত ও শ্রীলঙ্কাকে চূড়ান্ত করা হয়েছে। ফাইনাল ম্যাচটি আহমেদাবাদ বা কলম্বোতে আয়োজিত হতে পারে এটি নির্ভর করবে পাকিস্তান ফাইনালে উঠে কিনা তার ওপর।



banner close
banner close