সংগৃহীত ছবি
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৩৬ ওভারে ১৪৭/১। দুই ইনিংস মিলিয়ে ৩৫৮ রানে এগিয়ে বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে ভালো শুরু এনে দিয়েছে মাহমুদুল হাসান–সাদমান ইসলামের ওপেনিং জুটি। ইনিংসের ৩২তম ওভারের প্রথম বলে গ্যাভিন হোয়ের বলে এলবিডব্লু হয়েছেন মাহমুদুল। তিনি ফিরে যাওয়ার সময় বাংলাদেশ দলের রান ১১৯/১। মাহমুদুল ৯১ বলের ইনিংসে ৬ চারে করে গেছেন ৬০ রান।
তৃতীয় ব্যাটসম্যান হিসেবে মাঠে এসেছেন মুমিনুল। সাদমানের সঙ্গে জুটিতে থিতু হওয়ার চেষ্টায় তিনি। ৩৬তম ওভারের প্রথম দুই বলে হোয়েকে দুটি বাউন্ডারি মেরেছেন তিনি। তাতে বাংলাদেশের লিড সাড়ে তিন শ ছাড়িয়েছে।
আরও পড়ুন:








