ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ঐতিহাসিক অ্যাশেজ টেস্ট সিরিজ শুরু। পার্থ স্টেডিয়ামের ইতিহাসে এক দিনে রেকর্ড ৪৩ হাজার ৫৯১ দর্শকের সামনে অজি বোলারদের দাপট চলছে। মিচেল স্টার্ক অ্যাশেজে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন।
প্রথম ওভারেই জ্যাক ক্রলিকে ফেরান স্টার্ক। তাতে ২৪ বার প্রথম ওভারে উইকেট নেওয়ার কীর্তি গড়লেন অস্ট্রেলিয়ান পেসার।
এরপর বেন ডাকেটকে ফেরান স্টার্ক। তারপর জো রুট তার শিকার হন। সাত বলে ডাক মারেন তিনি। আর ইংল্যান্ডের এই ব্যাটারের উইকেটক নিয়ে অ্যাশেজে শততম উইকেট নেয়ার মাইলফলকে পৌঁছান স্টার্ক। এই কীর্তি তিনি গড়লেন ১৩তম অস্ট্রেলিয়ান বোলার হিসেবে।
এই তালিকায় আছেন শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রা, ডেনিস লিলির মতো লিজেন্ডরা।
৪৩ ইনিংসে ২৬ দশমিক ৭৯ গড় ও ৪৫ স্ট্রাইক রেটে ১০০ উইকেট নিলেন স্টার্ক। অ্যাশেজের ইতিহাসে অস্ট্রেলিয়ার সফল ফাস্ট বোলার ম্যাকগ্রা। ১৫৭ উইকেট তার। আর ১৯৫ উইকেট নিয়ে শীর্ষ বোলার শেন ওয়ার্ন।
লাঞ্চের আগে স্টার্ক ফেরান বেন স্টোকসকেও। দ্বিতীয় সেশনে গাস অ্যাটকিনসনকে নিজের পঞ্চম শিকার বানান তিনি। ৩৩তম ওভারে টানা দুই বলে জেমি স্মিথ ও মার্ক উডকে ফেরান স্টার্ক। ৩২.৫ ওভারে ১৭২ রানে অলআউট ইংল্যান্ড।
১২ দশমিক ৫ ওভারে ৫৮ রান দিয়ে সাত উইকেট নেন স্টার্ক।
আরও পড়ুন:








