সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

জেলা ক্রীড়া সংস্থা থেকে আলাদা হলে জেলা ক্রিকেট সংস্থা করা হবে: আসিফ আকবর

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৫ ২২:০০

আপডেট: ১৯ নভেম্বর, ২০২৫ ২২:০১

শেয়ার

জেলা ক্রীড়া সংস্থা থেকে আলাদা হলে জেলা ক্রিকেট সংস্থা করা হবে: আসিফ আকবর
ছবি: বাংলা এডিশন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং এজ গ্রুপ কমিটির চেয়ারম্যান জনপ্রিয় কন্ঠশিল্পী আসিফ আকবর বলেছেন, জেলা ক্রিড়া সংস্থা থেকে বেরিয়ে প্রত্যেক জেলায় আলাদা করে জেলা ক্রিকেট সংস্থা গড়ে তোলা হবে। তিনি বলেন প্রত্যেক জেলায় ক্রিকেট লীগ শিঘ্রই শুরু হবে। আমরা জানি ক্রিড়া অধিদপ্তর থেকে টেন্ডারের মাধ্যমে যে সরঞ্জামগুলো কেনা হয় সেগুলো খেলার মতো নয়। আমরা এ ব্যাপারে প্লানিং করছি। তিনি আজ এজ গ্রুপ ক্রিকেট ডেভলপমেন্ট ক্যাম্পেইনের অংশ হিসেবে পঞ্চগড় জেলার ক্রিড়া সংগঠক এবং ক্রিকেটারদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন। পঞ্চগড় স্টেডিয়ামে বিকেলে এই মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে জেলা ক্রিড়া সংস্থা। আসিফ আকবর এসময় আরও বলেন আমরা সম্প্রতি মাদ্রাসা শিক্ষার্থীদেরকেও সংযুক্ত করেছি। আপনারা একটু খেয়াল করবেন পাকিস্থান, আফগানিস্থান এবং ইন্ডিয়ায় এই তিনটা দেশে কিন্তু মাদ্রাসা থেকেই ক্রিকেটাররা ন্যাশনাল টিমে এসেছে। সুতরাং আমারা প্রতিটা বাচ্চাকে মেইন স্ট্রিমে নিয়ে আসবো । এ ব্যাপারে আলোচনা হয়েছে। প্রাইম ব্যাংক ক্রিকেট টুর্ণামেন্ট গত দশ বছর থেকে হচ্ছে যেটার আমরা কোন আউটকাম খুঁজে পাইনি। আমরা এটাকে নতুন আঙ্গিকে নিয়ে এসেছি। এই প্রথম আমরা স্কুল ক্রিকেটারদের ডাটা বেজ তৈরী করতে যাচ্ছিআমাদের প্রায় ২৩ লক্ষ নতুন জেনারেশন ড্রাগ এডিক্টেডপ্রায় দেড় কোটি মানুষ দেশে নাইতাদের ফ্যামিলি অনেক দুর্ভোগে আছেআমাদের প্রায়কোটি মানুষ ইনেক্টিভআমাদের টার্গেট হচ্ছে ক্লাস ফোর থেকে শুরু করাযে কোন মুল্যে আমরা চাই বাংলাদেশের ক্রিকেটকে ক্যালেন্ডারেমাস রাখতে চাইমেয়েদেরকে স্পেশাল সুবিধা দিতে চাই আমরা । তাদের জন্য যে কোন ফ্যাাজিলিটিজ ব্লাংক চেক । এসময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হাসানুজ্জামান, মেম্বার সেক্রেটারী আরমানুল ইসলাম, বিসিবির আম্প্যায়ার সাকির। জেলা কিড়া সংস্থার মেম্বার সেক্রেটারী আবুল হাসেম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় স্থানীয় ক্রিড়া সংগঠক, ক্রিকেটার, আম্প্যায়াররাও বক্তব্য রাখেন



banner close
banner close