সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

ভাঙলো শতরানের জুটি, শততম টেস্টে হাসল মুশফিকের ব্যাট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৫ ১৫:৩৫

শেয়ার

ভাঙলো শতরানের জুটি, শততম টেস্টে হাসল মুশফিকের ব্যাট
ছবি: সংগৃহীত

নিজের শততম টেস্টে ব্যাট হাতে দারুণ ইনিংস খেলছেন মুশফিকুর রহিম। ১০৯ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। ম্যাথিউ হামফ্রিসকে কাভার দিয়ে চার মেরে হাফ সেঞ্চুরিতে পৌছান বাংলাদেশি এই ব্যাটার। এরপর মুমিনুল হকের আরেক চারে দুশ রানে পৌঁছে যায় বাংলাদেশ।

অবশ্য মুমিনুল এরপর টিকতে পারেননি। অ্যান্ডি ম্যাকব্রেইনের বলে স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়েছেন ১২৮ বলে ৬৩ রান করা এই ব্যাটার। চতুর্থ উইকেটে এই দুজনে যোগ করেছেন ১০৭ রান। মুমিনুলের বিদায়ে উইকেটে এসেছেন লিটন দাস।

মুশফিককে সঙ্গী করে জুটি গড়ছেন লিটন। ইতোমধ্যেই টেস্টে বাংলাদেশের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে তিন হাজার রান করেছেন তিনি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মুশফিক ৭৩ ও লিটন ২৮ রানে অপরাজিত আছেন।



banner close
banner close