সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

তিন উইকেট হারিয়ে লাঞ্চে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৫ ১২:১৪

শেয়ার

 তিন উইকেট হারিয়ে লাঞ্চে বাংলাদেশ
তিন উইকেট হারিয়ে লাঞ্চে বাংলাদেশ

আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত এবার আর সুবিধা করতে পারলেন না। বাংলাদেশ অধিনায়ক ফিরলেন দুই অংক ছোঁয়ার আগেই। মিরপুর টেস্টে একশর আগে (৯৫ রানে) ৩ উইকেট হারালো বাংলাদেশ।

৩ উইকেটে ১০০ রান নিয়ে প্রথম দিনের লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ। মুমিনুল হক ১৭ আর শততম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিম ৩ রানে অপরাজিত আছেন।

শেরে বাংলায় মুশফিকুর রহিমের শততম টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আরও একবার ওপেনিংয়ে ভালো শুরু করেন সাদমান ইসলাম আর মাহমুদুল হাসান জয়।

সিলেটে আগের টেস্টে ওপেনিং জুটিতে ১৬৮ রান তুলেছিলেন দুইজন। এবারও ওপেনিং জুটিতে ভরসা দিয়েছেন জয়-সাদমান। টেস্টের প্রথম দিনে প্রথম ঘণ্টা দারুণভাবে পার করেন তারা। জুটিতে পঞ্চাশও পার করেন।

তবে ঘণ্টা পেরোতেই এই জুটিটা ভেঙে দেন অ্যান্ডি ম্যাকব্রাইন। সাদমানের প্যাডে বল লাগলে শুরুতে আউট দেননি আম্পায়ার। রিভিউ নিয়ে জেতে আয়ারল্যান্ড। ৩৫ করে ফেরেন সাদমান। ৫১ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

ম্যাকব্রাইনের দ্বিতীয় শিকার হন আরেক ওপেনার জয়। তিনিও সেট হয়ে আউট হন। মিডঅফে ক্যাচ দিয়ে ফেরেন ৩৪ রান করে। এরপর বেশি দেরি করেননি নাজমুল হোসেন শান্তও। বাংলাদেশ অধিনায়ক ম্যাকব্রাইনকে ছক্কা হাঁকিয়েছিলেন। পরের বলেই ব্যাট-প্যাডের বিশাল ফাঁক গলে বোল্ড হয়ে ফেরেন ৮ রান করে।



banner close
banner close