ফিফা র্যাংকিংয়ে ভারত-বাংলাদেশের ব্যবধান ৪৭ ধাপের। সবশেষ র্যাংকিংয়ে বাংলাদেশ এক ধাপ এগিয়ে ১৮৩তম, আর ভারত দুই ধাপ নেমে ১৩৬তম। বড় ব্যবধান নিয়ে দুই দল মঙ্গলবার ঢাকায় মুখোমুখি হচ্ছে।
বাংলাদেশের ভালো কিছু করে দেখানোর আত্মবিশ্বাস তাদের উজ্জীবিত রাখছে। শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের সঙ্গে চোখে চোখ রেখে গোলশূন্য ড্র করেছিলো তারা। হামজা চৌধুরীর দল এবার ঘরের মাঠে সর্বভারতীয় দলের কঠিন পরীক্ষা নিতে শতভাগ প্রস্তুত।
ভারত-বাংলাদেশের ফুটবল লড়াই আগেও হয়েছে অনেকবার। তবে এবারের উত্তেজনা অন্যরকম। ২২ বছরের বন্ধ্যাত্ব কাটাতে চায় বাংলাদেশ। ছয় বছর আগে তো কলকাতায় ভারতকে হারিয়ে দিতে বসেছিলো তারা। জিততে জিততে শেষ পর্যন্ত ড্র করেছে।
আরও পড়ুন:








