প্রথম দুই ওভারে আট বলের মধ্যে রিপন মন্ডল আফগানিস্তানের টপ অর্ডারের তিন ব্যাটারকে মাঠছাড়া করলেন। ১৬ রানে তিন উইকেট হারিয়ে বড় ধাক্কা খাওয়া আফগানিস্তান তারপর রকিবুল হাসানের স্পিনে আর দাঁড়াতে পারেনি। ৭৮ রানে অলআউট হয়। বাংলাদেশ সেই রান তাড়া করেছে অনায়াসে।
এশিয়া কাপ রাইজিং স্টার্স প্রতিযোগিতায় দুই দেশের ‘এ’ দলের খেলায় আট উইকেটে জিতে সেমিফাইনালের দোরগোড়ায় বাংলাদেশ।
আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন দারউইশ রাসুলী। আব্দুল গাফফার সাকলাইনের শিকার হন অধিনায়ক। তারপর দুইজন দুই অঙ্কের ঘরে রান করেন।
প্রথম পাঁচ উইকেট আফগানরা হারায় ৩৫ রানে। শেষ পাঁচ ব্যাটারকে ফিরতে হয়েছে ১৬ রানের ব্যবধানে। রিপন চার ওভারে ১০ রান দিয়ে তিন উইকেট নেন। রকিবুল সাত রান দিয়ে পান তিন উইকেট। তবে শুরুতেই আফগানদের ব্যাটিংয়ে আঘাত করায় ম্যাচসেরা হয়েছেন রিপন। মেহেরব পেয়েছেন দুটি উইকেট।
লক্ষ্যে নেমে আগের ম্যাচের রেকর্ড সেঞ্চুরিয়ান হাবিবুর রহমান সোহান ১৩ বল খেলে ১০ রানে আউট হন। গজনফর তাকে ফিরিয়ে পরের ওভারে আরেক ওপেনার জিশান আলমকে ১০ রানে বিদায় করেন।
২৪ রানে দুই উইকেট হারানোর পর জাওয়াদ আবরার ও মাহিদুল ইসলাম অঙ্কনের ৫৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে জিতে যায় বাংলাদেশ। ২৪ রানে উইকেটে ছিলেন জাওয়াদ, ২৭ রানে অপরাজিত অঙ্কন।
১৩ দশমিক ৩ ওভারে দুই উইকেটে ৭৯ রান করে বাংলাদেশ।
দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে বাংলাদেশ।
আরও পড়ুন:








