সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

ইসলামিক সলিডারিটি গেমসে উশুতে ব্রোঞ্জ জিতলেন বাংলাদেশের শিখা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৫ ১২:৩১

শেয়ার

ইসলামিক সলিডারিটি গেমসে উশুতে ব্রোঞ্জ জিতলেন বাংলাদেশের শিখা
ছবি: সংগৃহীত

সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসে আরও একটি পদক যোগ হলো বাংলাদেশের ঝুলিতে। উশু নারী ৫৬ কেজি ওজন শ্রেণীতে শিখা খাতুন দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন। সেমিফাইনালে হেরে গেলেও নিয়ম অনুযায়ী বিজিত সেমিফাইনালিস্টরাও পদক পান, তাই ব্রোঞ্জ নিশ্চিত হয় শিখার।

অন্যদিকে, ৬০ কেজি ওজন শ্রেণীতে প্রতিযোগী সংখ্যা মাত্র ৬ জন হওয়ায় আলাদা ব্রোঞ্জ নির্ধারণী লড়াইয়ে নামতে হয় সাকি আক্তারকে। তিউনিশিয়ার প্রতিযোগীর বিপক্ষে লড়াইয়ে হারায় তিনি পদক জিততে পারেননি। সাধারণত কোনো ইভেন্টে প্রতিযোগী সংখ্যা আটজন হলে সেমিফাইনালে হেরে যাওয়া অ্যাথলেটও ব্রোঞ্জ পান। কিন্তু কম প্রতিযোগী থাকায় আলাদা লড়াইয়ের নিয়মে বাংলাদেশের আরেকটি সম্ভাব্য পদক হাতছাড়া হয়।

এদিকে চলমান গেমসে বাংলাদেশের মোট পদক এখন পাঁচটি ভারোত্তোলনে মারজিয়া আক্তারের তিনটি ব্রোঞ্জ, টেবিল টেনিসের মিশ্র দলে রৌপ্য এবং উশুতে শিখার ব্রোঞ্জ। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের এই সাফল্যকে বড় প্রাপ্তি হিসেবে দেখা হচ্ছে।



banner close
banner close