আর্মেনিয়াকে ৯-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে টানা সপ্তম বিশ্বকাপ নিশ্চিত করলো পর্তুগাল।
ক্রিশ্চিয়ানো রোনালদোর অনুপস্থিতিতেই তার ষষ্ঠ বিশ্বকাপে খেলার দুয়ার খুলে দিয়েছেন আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম হ্যাটট্রিক করা ব্রুনো ফার্নান্দেজ-নেভেসরা।
এছাড়া, একবার করে জালের দেখা পেয়েছেন গনসালো রামোস ও ফ্রান্সিসকো কনসেইসাও ও রেনাতো ভেইগা। অন্যদিকে, আর্মেনিয়ার পক্ষে ব্যবধান কমান স্পার্টসিয়ান।
এই জয়ে ইউরোপীয় বাছাইয়ের 'এফ' গ্রুপে ৬ ম্যাচে ৪ জয় এবং একটি করে ড্র আর হারের পর পর্তুগালের পয়েন্ট এখন ১৩। হাঙ্গেরির বিপক্ষে নাটকীয় জয় পেয়ে সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের প্লে-অফ নিশ্চিত করেছে আয়ারল্যান্ড।
এর আগে, সর্বোচ্চ ৯-০ ব্যবধানে জয়ের রেকর্ড ছিল পর্তুগালের। ২০২৩ সালে লুক্সেমবার্গকে দেয়া সেই লজ্জার ভাগিদার হলো আর্মেনিয়া।
আরও পড়ুন:








