জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চার দিনের ম্যাচে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন পুরোপুরি পেসারদের জয়জয়কার। রংপুর বিভাগের পেস বোলারদের ধারালো আগ্রাসনে মাত্র ১৯৬ রানে গুটিয়ে যায় বরিশালের প্রথম ইনিংস, যেখানে পতন হওয়া ১২ উইকেটের মধ্যে ১১টিই এসেছে পেসারদের ঝুলিতে। সবচেয়ে উজ্জ্বল ছিলেন রংপুরের রবিউল হক—মাত্র ২৫ রানে ৫ উইকেট তুলে নিয়ে তিনি দিনটি নিজের করে নিয়েছেন।
শনিবার সকালে কুয়াশা ভেজা উইকেটে টস জিতে ফিল্ডিং নেয়ার সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক তানভীর হায়দার খান। অধিনায়কের সেই সিদ্ধান্তকে সার্থক প্রমাণ করেন পেসাররা। ইনিংসের দ্বিতীয় ওভারেই মুকিদুল ইসলাম মুগ্ধ ফিরিয়ে দেন ওপেনার জাহিদুজ্জামানকে (৪)। দলীয় ২২ রানে দ্বিতীয় আঘাত আসে। এবার ওপেনার ইফতেখার হোসেন ইফতি (৯) হন রবিউলের শিকার।
এরপর ফজলে রাব্বী ও সালমান ইমন ৫১ রানের জুটি গড়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। ব্যক্তিগত ২৭ রানে ইমনকে ফেরান রবিউল। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা বরিশালের পক্ষে একপ্রান্ত আগলে লড়াই করেন ফজলে রাব্বী। ১৩টি বাউন্ডারিতে ১৩৩ বলে ৮০ রানের অনবদ্য ইনিংস খেলে তিনিও আউট হলে থেমে যায় প্রতিরোধ। শেষ দিকে সামসুল ইসলাম অনিকের ৩১ বলে ২৩ রান কিছুটা সংগ্রহ বাড়ালেও দল যায় ৫২.৪ ওভারে অলআউট ১৯৬ রানে।
রংপুরের পক্ষে রবিউল হক ১১.৪ ওভারে ৫ মেডেনসহ নেন ৫ উইকেট। মুকিদুল মুগ্ধের ঝুলিতে যায় ৩ উইকেট। মিডিয়াম পেসার নবিন ইসলাম নেন একটি এবং লেগস্পিনার রিশাদ হোসেন নেন একটি উইকেট।
অল্প রানে প্রতিপক্ষকে গুটিয়ে দিলেও ব্যাটিংয়ে দিন শেষে সুবিধা করতে পারেনি রংপুর। দুই উইকেট হারিয়ে ৪৩ রানে প্রথম দিন শেষ করেছে তারা। দলীয় ছয় রানে আউট হন জাভেদ জাহিদ এবং ২৫ রানে ফেরেন আব্দুল্লাহ আল মামুন। দিন শেষে নবিন ইসলাম ২১ এবং নাঈম ইসলাম ৬ রানে অপরাজিত। বরিশালের ইয়াসিন আরাফাত মিশু ও রুয়েল ইসলাম একটি করে উইকেট দখল করেন। রংপুর এখনো ১৫৩ রানে পিছিয়ে আছে। আজ মাঠে গড়াবে দ্বিতীয় দিনের লড়াই।
আরও পড়ুন:








