শনিবার

১৫ নভেম্বর, ২০২৫ ১ অগ্রাহায়ণ, ১৪৩২

৩৫ বলে সেঞ্চুরি: বাংলাদেশের টি–টোয়েন্টি ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন হাবিবুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৫ ১৭:৫১

শেয়ার

৩৫ বলে সেঞ্চুরি: বাংলাদেশের টি–টোয়েন্টি ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন হাবিবুর
৩৫ বলে সেঞ্চুরি

হাবিবুর রহমান লিখলেন নতুন ইতিহাস। রাইজিং স্টারস এশিয়া কাপে হংকং চায়নার বিপক্ষে আজ ৩৫ বলে সেঞ্চুরি করে বাংলাদেশের টিটোয়েন্টি ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন বাংলাদেশ ‘এ দলের এই ওপেনার।

এর আগে দেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির মালিক ছিলেন পারভেজ হোসেন ইমন। ২০২০ সালের বঙ্গবন্ধু টিটোয়েন্টি কাপে ফরচুন বরিশালের হয়ে তিনি করেছিলেন ৪২ বলে সেঞ্চুরি। সেই রেকর্ড আজ ভেঙে দিলেন হাবিবুর।

কাতারের দোহায় গ্রুপ ‘এর ম্যাচে হংকংয়ের দেওয়া ১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন হাবিবুর। মাত্র প্রথম ওভারেই মারেন তিন ছক্কা। পরের ওভারেও তিন চার ও একটি ছক্কার আঘাত। পাওয়ার প্লে-তে একাই করেন ২৫ বলে ৮৮ রান, যেখানে তাঁর নামের পাশেই ছিল ১০টি ছক্কাসবই পাওয়ার প্লের ভেতরে।

হাবিবুরের আগ্রাসী ব্যাটিংয়ে ৬ ওভারে ১০৭ রান তুলে ফেলে বাংলাদেশ ‘এ দল। ওপেনিং জুটিতে জিশান আলমও ছিলেন সহায়ক ভূমিকায়১৪ বলে ২০ রান করে তিনি সপ্তম ওভারে আউট হন। দুজন মিলে গড়েন ৩৯ বলে ১১১ রানের জুটি।

ইনিংসের প্রথম ২৪ বলে ৮৮ রান তুলেছিলেন হাবিবুর। সেই ছন্দে এগোতে পারলে ভেঙে দিতে পারতেন বিশ্ব রেকর্ডটিটোয়েন্টিতে সাহিল চৌহানের ২৭ বলে সেঞ্চুরির কীর্তি। তবে পরের দুই বলে ছক্কা মারতে না পারায় সেই সুযোগ হাতছাড়া হয়। শেষ পর্যন্ত বাকি ১২ রান তুলতে তাঁর লাগে ১১ বল।

শেষদিকে স্ট্রাইক কম পেলেও ইনিংসকে দ্রুত এগিয়ে নিয়েছেন অধিনায়ক আকবর আলী। চার নম্বরে নেমে ১৩ বলে অপরাজিত ৪১ রান করেন তিনি। এর মধ্যে শেষ পাঁচ বলে পাঁচ ছক্কার ঝড় তোলেন তিনি কিঞ্চিত শাহর করা একটি ওভারে।

অবশেষে ৮ উইকেটের বিশাল জয় নিয়ে টুর্নামেন্ট শুরু করে আকবর আলীর দল, হাতে ছিল আরও ৫৪ বল।

ম্যাচে ব্যাটাররা আলো ছড়ালেও বাংলাদেশের বোলিং ছিল তুলনামূলক ব্যর্থ। প্রথম ১০ ওভারে যেখানে ৬৫ রান দিয়েছিল বোলাররা, শেষ ১০ ওভারে খরচ হয় ১০২ রান। শেষ ওভারে আবু হায়দার দেন ২৬ রান। হংকংয়ের পক্ষে সর্বোচ্চ ৪৯ বলে ৬৩ রান করেন বাবর হায়াত।



banner close
banner close