আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে ইনিংস ও ৪৭ রানের বড় ব্যবধানে জয় নিশ্চিত করেছে বাংলাদেশ।
তৃতীয় দিনেই বিশাল ‘৩০১ রানের লিড’ নেওয়ার পর দিনের খেলা শেষে আইরিশদের ৫ উইকেটে ৮৫ রান তুলতেই থামিয়ে দিয়েছিল টাইগাররা। তবে বাকি ৫ উইকেট নিতে বাংলাদেশের অপেক্ষার কিছুটা দীর্ঘ হলেও, লাঞ্চের পর দ্রুতই জয় নিশ্চিত হয়।
বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ডকে ২৫৪ রানে থামিয়ে দেয়। এটি টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২৪তম জয় এবং ইনিংস ব্যবধানে চতুর্থ জয়।
বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম শেষ উইকেটটি তুলে নিয়ে ম্যাচের ইতি টানেন। তিনি ব্যারি ম্যাককার্থিকে কট বিহাইন্ড করেন। আম্পায়ার জোর আবেদন সত্ত্বেও আউট না দিলে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রিভিউ নেন এবং আল্ট্রা এজে নিশ্চিত হয় যে বলটি ব্যাটের কানা ছুঁয়ে গিয়েছিল। আউট হওয়ার আগে ম্যাককার্থি ২৭ বলে এক ছক্কা ও দুই চারে ২৫ রান করেন।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সফলতম বোলার ছিলেন তরুণ স্পিনার মুরাদ, যিনি ৬০ রানে ৪ উইকেট শিকার করেন। আরেক অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম ৮৪ রানে ৩ উইকেট নিয়ে তাঁকে সহায়তা করেন। এর আগে দুই বছর আগে মিরপুরে হওয়া দুই দলের প্রথম টেস্টে সাকিব-মুশফিকরা ৭ উইকেটে জিতেছিল।
আরও পড়ুন:








