শুক্রবার

১৪ নভেম্বর, ২০২৫ ৩০ কার্তিক, ১৪৩২

হতাশার রাতে সবাইকে একসাথে থাকার বার্তা হামজার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৫ ০৯:৪২

শেয়ার

হতাশার রাতে সবাইকে একসাথে থাকার বার্তা হামজার
ছবি: সংগৃহীত

৯০ মিনিট পর্যন্ত এগিয়ে থাকার পরও নেপালের বিপক্ষে জয় নিয়ে ফিরতে পারলো না বাংলাদেশ। এর আগে এশিয়ান কাপ বাছাইয়ে জামাল ভূঁইয়ার দলের সব আশা শেষ হয়ে যায় হংকং চায়নার কাছে ইনজুরি সময়ে হজম করা গোলে। ৩-৩ সমতা থেকে ৪-৩ ব্যবধানে হারে লাল-সবুজের প্রতিনিধিরা। এবার ঘরের মাঠে নেপালের বিপক্ষেও একই পরিস্থিতি, ২-২ গোলের ড্রয়ে ম্লান হামজা চৌধুরীর বীরত্ব।

বাংলাদেশের দুই গোলের একটি হয়েছে হামজার অসাধারণ নৈপুণ্যে। অন্য দিনের মতো বৃহস্পতিবার তিনি মাঠজুড়েই খেললেন। ডিফেন্সের ভুলে প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে ছিলো বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে দল যখন একটি গোলের জন্য মরিয়া, তখনই তৃষ্ণার্ত ভক্তদের দুর্দান্ত এক বাইসাইকেল কিকে গোলের প্রদর্শনী দেখালেন হামজা। অধিনায়ক জামালের হালকা উঠিয়ে মারা বল হামজা বক্সের মধ্যে শূন্যে লাফিয়ে শট নেন। উল্লাসে ফেটে পড়ে জাতীয় স্টেডিয়ামের গ্যালারি।

সমতা আনার মিনিট চারেকের মাথায় লিড নেয় বাংলাদেশ। নেপালের সুমন শ্রেষ্ঠা স্বাগতিক ফরোয়ার্ড রাকিবকে বক্সের মধ্যে ফাউল করলে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত জানান। হামজা বুদ্ধিদীপ্ত আস্তে করে নেয়া স্পট কিকে বাংলাদেশকে লিড এনে দেন। এই দুই গোলের বাইরে বাংলাদেশ তেমন গোলের সুযোগ তৈরি করতে পারেনি। এ ছাড়াও চোট নিয়ে হামজা-জায়ান মাঠ ছাড়ার সুবিধাটা নেপাল কাজে লাগিয়েছে পুরোপুরি।

ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে কর্নার থেকে অনন্ত তামাং দারুণ দক্ষতায় ফ্লিক করেন। মিতুল মারমাকে ব্যর্থ করে বলটি জড়িয়ে যায় বাংলাদেশের জালে। এমন হারের পর স্বভাবতই হতাশ লাল-সবুজের ভক্তরা। তবে হামজা-জামালদের চোখ ভারতের বিপক্ষে পরবর্তী ম্যাচের দিকে। তাই হতাশা লুকিয়ে না রাখলেও, সবাইকে একসঙ্গে থাকার বার্তা দিলেন হামজা। মাঠ থেকে উঠে যাওয়ার পর ডাগআউটে আইস ব্যাগ ছিল প্রিমিয়ার লিগে খেলা এই প্রবাসী তারকার পায়ে। তবে সেটি দুশ্চিন্তার কারণ হবে না বলে বিশ্বাস বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার।

পরবর্তীতে সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফেসবুক পোস্টে হামজা লিখেছেন, ‘শেষমুহূর্তের আরেকটি হতাশার রাত, ম্যাচটি আমাদের জেতা উচিত ছিলো। সব সময়ের মতো আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ, চলুন একসঙ্গে থাকি একইসাথে (আসন্ন) বড় ম্যাচের জন্য প্রস্তুত হই এবং সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’



banner close
banner close