মাইলফলক ছুঁয়ে এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছাড়িয়ে যাওয়ার পথে তাইজুল ইসলাম। বাঁহাতি এই স্পিনার নীরবে-নিভৃতে টেস্টে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন।
বৃহস্পতিবার সিলেট টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে হ্যারি টেক্টরকে এলবিডব্লিউ করার মধ্য দিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেট শিকারের কীর্তি গড়েছেন তাইজুল ইসলাম।
সিলেট টেস্ট শুরুর আগে ৪৯৭ উইকেট ছিল তাইজুলের। প্রথম ইনিংসে ২টি এবং দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ১ উইকেট শিকার করে তাইজুল ৫০০ উইকেটের এলিট ক্লাবে ঢুকেছেন। ১১৪তম প্রথম শ্রেণির ম্যাচে এসে এই মাইলফলক গড়েছেন তাইজুল।
তাইজুল খেলছেন ক্যারিয়ারে ৫৬তম টেস্ট। এই ফরম্যাটে তার উইকেট সংখ্যা এখন ২৪০টি। ২৪৬ উইকেট নিয়ে সাকিব আল হাসান সবার ওপরে। অর্থাৎ আর মাত্র ৭টি উইকেট পেলেই দেশের ইতিহাসে টেস্টে সবচেয়ে বেশি উইকেটশিকারি হবেন তাইজুল ইসলাম।
আরও পড়ুন:








