সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

২৫ বছরের ইতিহাসে ভেঙ্গে রেকর্ড গড়লো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৫ ১১:৫৩

আপডেট: ১৩ নভেম্বর, ২০২৫ ১২:১৪

শেয়ার

২৫ বছরের ইতিহাসে ভেঙ্গে রেকর্ড গড়লো বাংলাদেশ

আয়ারল্যান্ডের বিপক্ষে দারুণ এক সময়ই কাটাচ্ছে বাংলাদেশ। ইতোমধ্যেই বিশাল লিড চলে এসেছে। তবে এই লিডের পথে দলটা গড়ে ফেলেছে এক রেকর্ড যা নিজেদের টেস্ট ইতিহাসে কখনোই গড়তে পারেনি।

সিলেট টেস্টের দ্বিতীয় দিন থেকে বাংলাদেশ চলে এসেছে চালকের আসনে। দ্রুত আইরিশদের অলআউট করে নিজেরা দ্রুত ব্যাট চালাতে শুরু করে। ওপেনার সাদমান ইসলাম ৮০ রান করেন ১০৪ বলে। তার ওপেনিং সঙ্গী মাহমুদুল হাসান এই পর্যন্ত দলের সর্বোচ্চ রানের ইনিংসটা খেলেছেন, ২৮৬ বলে ১৭১ রান করে আউট হয়েছেন তিনি।

তিনে নামা মুমিনুল হক করেছেন ১৩২ বলে ৮২ রান। আজ সকালে তিনি আউট হয়েছেন সেঞ্চুরি থেকে ১৮ রান আগে। চারে নামা নাজমুল হোসেন শান্তও ফিফটি তুলে নিয়েছেন দ্রুতই। আর তাতেই গড়া হয়ে গেছে রেকর্ডটা।

কোনো টেস্ট ম্যাচে এক ইনিংসে বাংলাদেশের শীর্ষ ৪ ব্যাটারই ফিফটির দেখা পেয়ে গেছেন, এমন দৃশ্য আর কখনো দেখা যায়নি। এবারই প্রথম দলের ১ থেকে ৪ পর্যন্ত সব ব্যাটার পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেললেন।



banner close
banner close