ছবি: সংগৃহীত
আয়ারল্যান্ডকে ২৮৬ রানে অলআউট করে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম ভালোই সামলাচ্ছেন আইরিশ বোলারদের। খেলেছেন পুরোপুরি ওয়ানডে মেজাজে। দু’জনে মিলে পার করেছেন ৫০ রানের উদ্বোধনী জুটি।
এখন পর্যন্ত দুই ব্যাটারের ব্যাট থেকে চার এসেছে সাতটি ও ছক্কা দুইটি। সাদমান চার মেরেছেন তিনটি আর জয় চারটি চার মেরেছেন। দু’জনই ছক্কা হাঁকিয়েছেন একটি করে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ১৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৭৯ রান। জয় ৩৬ ও সাদমান ৪২ রানে অপরাজিত আছেন।
আরও পড়ুন:








