সকাল সকাল আইরিশদের তিনশর আগে গুটিয়ে দিলো বাংলাদেশ
আট উইকেটে ২৭০ রান তুলে সিলেট টেস্টের প্রথম দিন শেষ করেছিলো আয়ারল্যান্ড।
বুধবার তারা মাত্র ১৫ মিনিট টিকতে পেরেছে।
তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ অবশিষ্ট দুই উইকেট তুলে নিয়ে আইরিশদের গুটিয়ে দিয়েছে ২৮৬ রানে।