বুধবার

১২ নভেম্বর, ২০২৫ ২৮ কার্তিক, ১৪৩২

হংকং সিক্সেস টুর্নামেন্টের প্লেট ফাইনালে হারলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৫ ১৬:২৮

আপডেট: ৯ নভেম্বর, ২০২৫ ১৬:৫৬

শেয়ার

হংকং সিক্সেস টুর্নামেন্টের প্লেট ফাইনালে হারলো বাংলাদেশ
ছবি: সংগৃহীত

হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস টুর্নামেন্টের প্লেট ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ।

রবিবার অনুষ্ঠিত প্লেট ফাইনালে স্বাগতিক হংকংয়ে কাছে ১ উইকেটে হেরেছে বাংলাদেশ। এর আগে আজই হওয়া প্লেট সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ২৫ রানে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ।

হংকংয়ের মং ককে অনুষ্ঠিত প্লেট ফাইনালে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ। গোল্ডের ডাক মারেন ওপেনার হাবিবুর রহমান সোহান।

সোহান ফেরার পর দ্বিতীয় উইকেটে ১৪ বলে ৫৬ রান যোগ করেন আরেক ওপেনার জিশান আলম ও অধিনায়ক আকবর আলি। ২ চার ও ৩ ছক্কায় ৭ বলে ২৭ রান করে জিশান বিদায় নিলেও ইনিংস শেষ বল পর্যন্ত খেলে হাফ-সেঞ্চুরির স্বাদ নেন আকবর।

১টি চার ও ৭টি ছক্কায় ১৩ বলে ৫১ রান করেন আকবর। এছাড়া আবু হায়দারের ৮ বলে ১ চার ও ৪ ছক্কায় ২৮ রান এবং তোফায়েল আহমেদের ৫ বলে অপরাজিত ১০ রানের কল্যাণে ৬ ওভারে ৫ উইকেটে ১২০ রান করে বাংলাদেশ।

জবাবে ইনিংসের প্রথম ও তৃতীয় বলে উইকেট হারায় হংকং। বাবর হায়াত ও আনশি রাথকে খালি হাতে বিদায় দেন বাংলাদেশ পেসার আবু হায়দার।

দুই ওপেনার ফেরার পর ২২ বলে ৭০ রানের জুটিতে হংকংকে ম্যাচে ফেরান আইজাজ খান ও নিজাকাত খান। চতুর্থ ওভারে ব্যক্তিগত ৫৫ রানে আহত অবসর নেন আইজাজ।

পঞ্চম ওভারে ২ উইকেট হারালে শেষ ওভারে ৩০ রান দরকার পড়ে হংকংয়ের। শেষ ওভার খেলতে মাঠে ফিরেন আইজাজ। বল হাতে ছিলেন বাংলাদেশ অধিনায়ক আকবর।

ঐ ওভারের প্রথম, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বলে ছক্কা মেরে ৩২ রান তুলে বাংলাদেশকে জয় বঞ্চিত করেন আইজাজ। ৬ ওভারে ৫ উইকেটে ১২৩ রান করে হংকং। ৪টি চার ও ১১টি ছক্কায় ২১ বলে অপরাজিত ৮৫ রান করে ম্যাচ সেরা হন আইজাজ।

এর আগে প্লেট সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করে ৬ ওভারে ৩ উইকেটে ১২৮ রান করে বাংলাদেশ। ওপেনার সোহান ১টি চার ও ৮টি ছক্কায় ১৩ বলে ৫৪ রানে আহত অবসর, জিশান ৭ বলে ২৪ এবং মোসাদ্দেক হোসেন ৮ বলে ২৭ রান করেন।

জবাবে ৬ ওভারে ১০৩ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের আবু হায়দার-জিশান ২টি করে উইকেট নেন।

এই টুর্নামেন্টের শিরোপা জিতেছে পাকিস্তান। ফাইনালে কুয়েতকে ৪৩ রানে হারায় পাকিস্তান।

প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ১৩৫ রান করে পাকিস্তান। জবাবে ৯২ রানে গুটিয়ে যায় কুয়েত।



banner close
banner close