বুধবার

১২ নভেম্বর, ২০২৫ ২৮ কার্তিক, ১৪৩২

মেসিকে মায়ামি শহরের চাবি উপহার মেয়রের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৫ ২২:১৪

শেয়ার

মেসিকে মায়ামি শহরের চাবি উপহার মেয়রের
সংগৃহীত ছবি

মায়ামি শহরের মেয়রের হাত থেকে শহরের সম্মানসূচক চাবি পেলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। বুধবার (৫ নভেম্বর) মায়ামিতে অনুষ্ঠিত এক বিজনেস ফোরামে মেয়র ফ্রান্সিস সুয়ারেজের কাছ থেকে এই চাবি গ্রহণ করেন লিও।

ইন্টার মায়ামির অন্যতম মালিক জর্জ মাস মেসির উদ্দেশে বলেন, ‘এই শহরের মানুষের হৃদয় তুমি জয় করেছো। এটি আমাদের তরফ থেকে ছোট্ট এক ভালোবাসার উপহার।’ মেসি আবেগভরে বলেন, ‘আমি সত্যিই সম্মানিত বোধ করছি। এটি আমার জন্য এক বড় সম্মান।’

এদিন, ফুটবলের পাশাপাশি মেসিকে নানা বিষয়ে প্রশ্ন করা হয়। মেসি জানান, ফুটবল-পরবর্তী জীবন নিয়েও ভাবছেন তিনি। বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে, একসময় তো সবকিছুই শেষ হয়। আমি শিখতে চাই। আমার জন্য নতুন কিছু আসছে, অন্য এক দুনিয়া। ধীরে ধীরে সেদিকে জড়িয়ে পড়ছি।’

উল্লেখ্য, ২০২৩ সালের মাঝামাঝিতে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন ৩৮ বছর বয়সী এই তারকা ফুটবলার। এরপর নিজের প্রথম মৌসুমেই মায়ামিকে প্রথমবারের মতো মেজর লিগ ট্রফি জেতান মেসি। ইন্টার মায়ামির হয়ে সব মিলিয়ে ৫৩ ম্যাচে মোট ৫০ টি গোল করেন তিনি। এছাড়াও, গত মৌসুমে মেজর লিগের বর্ষসেরা খেলোয়াড়ের পদক এমভিপি জেতেন এই আর্জেন্টাইন তারকা।



banner close
banner close