মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ০ পৌষ, ১৪৩২

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল ওয়েস্ট ইন্ডিজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৫ ২১:৪৬

শেয়ার

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল ওয়েস্ট ইন্ডিজ
সংগৃহীত ছবি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে লজ্জাজনক হোয়াইটওয়াশের শিকার হলো বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ হার নিশ্চিত করেছিল লিটন দাসের দল। শেষ ম্যাচটি ছিল শুধু মান বাঁচানোর লড়াই, কিন্তু সেখানেও ব্যর্থ টাইগাররা।

চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৫১ রান তোলে বাংলাদেশ। ব্যাট হাতে একমাত্র তানজিদ হাসান তামিম কিছুটা লড়াই করেন, ৬২ বলে ৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এই তরুণ ওপেনার। বাকিদের মধ্যে কেউই উল্লেখযোগ্য ইনিংস গড়তে পারেননি।

জবাবে ওয়েস্ট ইন্ডিজ ১৬ ওভার ৫ বলেই ৫ উইকেট হাতে রেখে লক্ষ্য ছুঁয়ে ফেলে। তাদের ব্যাটাররা শুরু থেকেই আক্রমণাত্মক খেলে ম্যাচটিকে এক প্রকার একপেশে করে তোলে।

এই জয়ে ৫ উইকেটের ব্যবধানে ম্যাচ ও ৩০ ব্যবধানে সিরিজ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ, আর বাংলাদেশকে আবারও টি-টোয়েন্টি ফরম্যাটে হোয়াইটওয়াশের তিক্ত স্বাদ পেতে হয়।



banner close
banner close