মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ০ পৌষ, ১৪৩২

এল ক্লাসিকো জিতে শীর্ষে রিয়াল, বার্সার হতাশার রাত বার্নাব্যুতে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৫ ২৩:৩৯

শেয়ার

এল ক্লাসিকো জিতে শীর্ষে রিয়াল, বার্সার হতাশার রাত বার্নাব্যুতে
সংগৃহীত ছবি

সান্তিয়াগো বার্নাব্যুতে এক রোমাঞ্চকর এল ক্লাসিকোয় বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহামের গোলেই হাসি ফোটে ‘লস ব্লাঙ্কোস’-এর মুখে।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটির শেষ দিকে উত্তেজনা চরমে ওঠে। শেষ বাঁশি বাজানোর পর মাঠ ছাড়ার সময় রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। ম্যাচ কর্মকর্তা ও দুই দলের কর্মকর্তারা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদ শেষ করল বার্সেলোনার টানা চারটি ক্লাসিকো জয়ের ধারাকে। ম্যাচটি ছিল মৌসুমের প্রথম এল ক্লাসিকো, আর শুরু থেকেই উত্তেজনা, আবেগ আর নাটকীয়তায় ভরপুর ছিল পুরো ৯০ মিনিট।



banner close
banner close