লা লিগার বহুল প্রতীক্ষিত এল ক্লাসিকোতে সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ম্যাচের প্রথমার্ধ ছিল উত্তেজনাপূর্ণ, আর দ্বিতীয়ার্ধ চলছে কড়াকড়ি রক্ষণভাগের লড়াই দিয়ে।
প্রথমার্ধে খেলা জমে ওঠে তৃতীয় মিনিটেই, যখন রিয়াল মাদ্রিদ সম্ভাব্য একটি পেনাল্টি শট থেকে বঞ্চিত হয়। কিছুক্ষণ পরই কিলিয়ান এমবাপে দূরপাল্লার এক দারুণ শটে বল জালে জড়ালেও VAR সেটি অফসাইডের কারণে বাতিল করে দেয়।
তবে ফরাসি সুপারস্টারকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। জুড বেলিংহামের দুর্দান্ত এক থ্রু পাস থেকে গোল করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন এমবাপে (১–০)।
অল্প সময়ের মধ্যেই আর্দা গুলারের ভুলের সুযোগ নিয়ে ফারমিন লোপেজ গোল করে বার্সেলোনাকে সমতায় ফেরান (১–১)।
তবে বিরতির আগে আবারও উজ্জ্বল হন বেলিংহাম। কাছ থেকে এক চমৎকার ফিনিশে রিয়াল মাদ্রিদকে আবারও লিড এনে দেন (২–১)।
দ্বিতীয়ার্ধের শুরুতে রিয়াল মাদ্রিদ পায় পেনাল্টির সুযোগ, কিন্তু বার্সেলোনা গোলরক্ষক ভইচেক শেজনি অসাধারণ সেভ করে এমবাপেকে বঞ্চিত করেন দলের তৃতীয় গোল থেকে। এরপর দুই দলই আক্রমণ ও পাল্টা আক্রমণে ব্যস্ত, তবে স্কোরলাইন এখনো অপরিবর্তিত।
আরও পড়ুন:








