মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ সাতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবারো দাপুটে পারফর্ম করছে। টেবিলের শীর্ষে থেকেই সেমিফাইনালে উঠেছে অ্যালিসা হিলির দল। তবে ভারতে চলমান এই প্রতিযোগিতার মাঝে ঘুরতে বেরিয়ে শ্লীলতাহানির শিকার হওয়ার অভিযোগ তুলেছেন অজি ক্রিকেটাররা। ওই ঘটনায় আকিল হোসেন নামে একজনকে গ্রেপ্তার করে ইন্দোর পুলিশ। তারা জানায়, তার বিরুদ্ধে আগে থেকেই মামলা রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, গত ২৩ অক্টোবর সন্ধ্যায় ইন্দোরের খাজরানা রোড অঞ্চলে ঘুরতে বেরিয়েছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। হোটেল থেকে বেরোনোর পরই একটি বাইক তাদের অনুসরণ করতে থাকে। পাশ্ববর্তী একটা ক্যাফের দিকে যাওয়ার সময় ওই বাইকটি তাদের কাছে এসে অশ্লীলভাবে শরীর স্পর্শ করে পালিয়ে যায়। দ্রুত ওই ক্রিকেটাররা হোটেলে বার্তা পাঠান। দুই ক্রিকেটারের অভিযোগের পর এমআইজি থানায় ভারতীয় ন্যায় সংহিতার ৭৪ নম্বর ও ৭৮ নম্বর ধারায় এফআইআর দায়ের করা হয়।
ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) পক্ষ থেকে বলা হয়, শনিবার রাতে ইন্দোরের ক্যাফেতে যাওয়ার পথে অস্ট্রেলিয়া নারী দলের দুই ক্রিকেটার অনাকাঙ্ক্ষিতভাবে এক বাইক আরোহীর কাছে শ্লীলতাহানির শিকার হয়েছেন। বিষয়টি দলের পক্ষ থেকে জানানোর পর এখন সেখানকার স্থানীয় পুলিশ দেখভাল করছে।
অভিযুক্ত আকিলকে গ্রেপ্তারের পর একটি ভিডিও প্রকাশ করেছে ভারতীয় সংবাদসংস্থা এএনআই। যেখানে তাকে হাত ও পায়ে ব্যান্ডেজ লাগানো দেখা যায়, এক পায়ে ভর দিয়ে খুড়িয়ে হাঁটছিলেন ওই তরুণ।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী কৈলাশ বিজয়ভারগিয়া জানান, ‘এটি শুধুমাত্র নারী ক্রিকেটারদের সাথে বাজে আচরণই নয়, একইসাথে ভারতীয় ইমেজের জন্য কলঙ্কও বটে।’
অভিযুক্ত আকিল হোসেনের বিরুদ্ধে আগেই থেকে অপরাধ সংঘটনের মামলা রয়েছে এবং তা নিয়ে তদন্ত চলছে বলে ইন্দোর পুলিশের বরাতে জানিয়েছে দ্য ইকোনমিক টাইমস। নারীদের নিরাপত্তা রক্ষা এবং যৌন হয়রানি–শ্লীলতাহানি রোধে আন্দোলন করা রাজনৈতিক নেতারাও নতুন করে এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন।
আরও পড়ুন:








