মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

ওয়ানডের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার পুরো ইনিংস বল করলেন শুধুমাত্র স্পিনাররা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৫ ১৭:৫৬

শেয়ার

ওয়ানডের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার পুরো ইনিংস বল করলেন শুধুমাত্র স্পিনাররা
সংগৃহীত ছবি

ওয়ানডে ইতিহাসে প্রথমবারেরমতো পুরো ইনিংস স্পিনারদের দিয়ে বল করাল কোনো দল। বাংলাদেশের বিপক্ষে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে স্পিন সহায়ক পিচে ৪ জেনুইন এবং ১ পার্ট টাইম স্পিনার দিয়ে বোলিং করিয়ে রেকর্ড গড়ল ওয়েস্ট ইন্ডিজ।

মঙ্গলবার (২১ অক্টোবর) টস জিতে বোলিংয়ে নেমে পুরো ৫০ ওভারে একজন ফার্স্ট বোলারকেও ব্যবহার করেনি ওয়েস্ট ইন্ডিজ। দলে ২ জন পেসার থাকলেও তারা শুধু ফিন্ডিংয়ের দায়িত্বে ছিলেন। দলটি এর আগে ওয়ানডেতে সর্বোচ্চ স্পিন ওভার করানোর রেকর্ড ছিল ২০০১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, যেখানে ৩৪ ওভার স্পিন বোলিং করিয়েছিল ক্যারিবীয়রা। মিরপুরের ম্যাচে সেই রেকর্ড ছাড়িয়ে নতুন মাইলফলক গড়ল দলটি।

মিরপুরের এই পিচের চাহিদা মেটাতে গিয়ে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজউভয় দলই আজ চারজন করে জেনুইন স্পিনারকে একাদশে রেখেছে। চারজন স্পিনার নিয়ে মাঠে নেমে আজ প্রায় সাড়ে ৩ বছর আগের স্মৃতি ফিরিয়ে এনেছে বাংলাদেশ। সর্বশেষ ২০২২ সালে তারা চার স্পিনার নিয়ে মাঠে নেমেছিল, দিনের হিসাবে যা ছিল ১ হাজার ১৯৩ দিন আগে। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে হওয়া সেই ম্যাচের মতো আজকের ম্যাচেও বাংলাদেশের একমাত্র পেসার মুস্তাফিজুর রহমান।

উল্লেখ্য, সেই স্পিন সহায়ক উইকেটে তাইজুল ইসলামের ৫ উইকেটে মাত্র ১৬৮ রানে গুটিয়ে গিয়েছিল ক্যারিবীয়রা। বাংলাদেশ ম্যাচটি জিতেছিল ৪ উইকেট ও ৯ বল হাতে রেখে।



banner close
banner close