মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

হংকং থেকেই ইংল্যান্ড ফিরছেন হামজা চৌধুরী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৫ ১১:৩৯

আপডেট: ১৫ অক্টোবর, ২০২৫ ১১:৪৮

শেয়ার

হংকং থেকেই ইংল্যান্ড ফিরছেন হামজা চৌধুরী
ছবি: সংগৃহীত

ফিফা উইন্ডোতে বাংলাদেশের হয়ে দুটি ম্যাচ খেলেছেন হামজা চৌধুরী। হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলে বুধবার সকালে ইংল্যান্ডের উদ্দেশে তিনি রওনা দিয়েছেন। অন্যদিকে, ঢাকার পথে রয়েছেন জামাল ভূঁইয়ারা।

হংকং থেকে থাইল্যান্ড হয়ে বাংলাদেশ দল ঢাকায় ফিরবে। এই মুহূর্তে জামালরা থাইল্যান্ডে যাত্রা বিরতিতে রয়েছেন। ব্যাংকক থেকে বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান বলেন, ‘হামজা ইংল্যান্ড, সামিত কানাডা ও ফাহমিদুল ইতালি যাবে। আমরা একই সময় এয়ারপোর্টে পৌঁছাই। আমাদের ঘণ্টাখানেক পর ফ্লাইট ছিল তাদের।’

এখন পর্যন্ত হামজা বাংলাদেশের জার্সিতে পাঁচ ম্যাচ খেললেন। পাঁচ ম্যাচের মধ্যে তিনটি হোম আর দুটি অ্যাওয়ে। ২৫ মার্চ ভারতের বিপক্ষে শিলংয়ে অ্যাওয়ে ম্যাচ খেলে পরদিন ঢাকায় এসেছিলেন। ঢাকায় একদিন বিশ্রাম নিয়ে পরদিনই ইংল্যান্ড চলে যান হামজা। হংকং-ঢাকার দূরত্ব বেশি হওয়ায় তিনি এবার হংকং থেকেই ইংল্যান্ড যাচ্ছেন। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে। ফিফা উইন্ডোতে হামজাকে আবারও বাংলাদেশের জার্সিতে দেখা যেতে পারে।

বাংলাদেশ দল গতকাল হংকং সময় রাত আটটায় ম্যাচ খেলেছে। সেই ম্যাচ খেলে হোটেলে ফিরতে বেজেছে প্রায় ১২টা। হংকং সময় সকাল আটটায় ফ্লাইট থাকায় তেমন বিশ্রামের সুযোগ পাননি জামালরা। ভোররাত চারটার দিকে তাদের এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হতে হয়েছে। বুধবার দুপুর ১২টার পর দেশে পৌঁছাতে পারে হ্যাভিয়ের ক্যাবরেরার দল।



banner close
banner close