মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ০ পৌষ, ১৪৩২

পুয়ের্তো রিকোকে ৬-০ গোলে হারালো আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৫ ০৮:৪৫

শেয়ার

পুয়ের্তো রিকোকে ৬-০ গোলে হারালো আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

পুয়ের্তো রিকোকে ৬-০ গোলে হারালো আর্জেন্টিনাদুই দলের ব্যবধানটা স্পষ্ট। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ১৭ সেপ্টেম্বর পর্যন্ত দুই বছর পাঁচ মাস ১২ দিন ফিফা র‌্যাঙ্কিংয়ের নম্বর ওয়ান ছিলো। ১৮ সেপ্টেম্বর হালনাগাদ করা র‌্যাঙ্কিং অনুসারে তাদের বর্তমান অবস্থান তৃতীয়। তাদের চেয়ে ১৫২ ধাপ পিছিয়ে থাকা পুয়ের্তো রিকোর সাথে কেমন প্রতিদ্বন্দ্বিতা হবে তা অনুমেয়ই ছিলো। অনেকটা হেসেখেলে পুয়ের্তো রিকোকে ৬-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা।

২০২৩ সাল থেকে মায়ামির চেজ স্টেডিয়াম লিওনেল মেসির ঘরের মাঠ। সেখানেই তিনি বুধবার ম্যাচ দিয়ে জাতীয় দলের একাদশে ফিরলেন। আগের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার একের পর এক সুযোগ হাতছাড়া করার দৃশ্য গ্যালারিতে বসে দেখেছিলেন এই মহাতারকা। যদিও পুরো হতাশ হতে হয়নি, লো সেলসো-লাউতারোরা ১-০ ব্যবধানে হারান তাদের লাতিন প্রতিপক্ষকে।

আলবিসেলেস্তেদের হয়ে অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার ও লাউতারো মার্টিনেজ জোড়া এবং গঞ্জালো মন্টিয়েল একটি গোল করেছেন। আরেকটি গোল হয়েছে পুয়ের্তো রিকো ডিফেন্ডার স্টিভেন এচেভেরিয়ার আত্মঘাতি অবদানে। গোল না পেলেও দুটি অ্যাসিস্ট করেছেন মেসি।

ম্যাচে বল দখল থেকে শট সর্বত্র দাপট দেখিয়েছে আর্জেন্টিনা। ৬৯ শতাংশ পজেশনের পাশাপাশি মেসি-অ্যালিস্টারদের নেওয়া ২৫ শটের মধ্যে ১১টি লক্ষ্যে ছিলো। অন্যদিকে, পাঁচ শটের মধ্যে তিনটি লক্ষ্যে রাখতে পারে পুয়ের্তো রিকো।



banner close
banner close