বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরির খুব কাছে থেকে আউট হয়েছিলেন ইব্রাহিম জাদরান। তাই তৃতীয় ম্যাচে ৯০ রানের কোটা পার করে দেখে শুনেই এগোচ্ছিলেন তিনি। কিন্তু ৯৫ রানের পর রান আউটে কাটা পড়েন এই তারকা ব্যাটার। এতে ছন্দপতন ঘটে আফগানিস্তানের।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৯ ওভারে ৫ উইকেট হারিয়ে আফগানিস্তানের সংগ্রহ ১৯৬ রান। আজমতুল্লাহ ওমারজাই ৮ রানে এবং মোহাম্মদ নবি ১ রানে ব্যাট করছেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) টস জিতে ব্যাট করতে নেমে আফগানদের উড়ন্ত শুরু এনে দেন রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। দুজনের ব্যাটে ভর করে ৯৯ রান তোলে আফগানিস্তান। ৪৪ বলে ৪২ রান করে গুরবাজ আউট হলেও ৬১ বলে নিজের ফিফটি তুলে নেন জাদরান।
তিনে ব্যাট করতে নেমে গুরবাজকে ভালো সঙ্গ দেন সেদিকুল্লাহ আতাল। দুজনের ব্যাটে ভর করে বড় সংগ্রহের পথে এগোতে থাকে আফগানরা। ৩২তম ওভারে সাইফকে বোলিংয়ে আনেন মিরাজ। সেই ওভারেই দলকে ব্রেক থ্রু এনে দেন তিনি।
৪৭ বলে ২৯ রান করে আউট হন সেদিকুল্লাহ। এক ওভার পরে বোলিংয়ে এসে হাশমতুল্লাহ শাহিদীকে সাজঘরে ফেরেন সাইফ। এতে খেলায় ফেরে টাইগাররা। কিন্তু অপর প্রান্ত আগলে রেখে সেঞ্চুরির পথে এগোতে থাকে জাদরান।
কিন্তু ৯৫ রানের পর রান আউটে কাটা পড়েন এই তারকা ব্যাটার। এরপর আলিখিলকে বোল্ড করে ফেরান সাইফ। এতে ১৫ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে আফগানিস্তান।
আরও পড়ুন:








