মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

হংকংয়ের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৫ ১৯:৩৯

শেয়ার

হংকংয়ের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে ফিরতি লেগে মাঠে নেমেছে বাংলাদেশ। এদিন ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে গেছে হাজমা-তপুরা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) শুরুতে দুই দলই নিজেদের রক্ষণভাবে বেশি মনোযোগ দিয়েছিল। ফলে প্রথম ১০ মিনিটে বল দখলে স্বাগতিক হংকং ৫৪ শতাংশ এবং বাংলাদেশের ৪৬ শতাংশ। তবে সময়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশের উপর চাপ বাড়িয়েছে স্বাগিতকরা।

প্রায় একই ধাঁচের ফুটবল খেলছে। তবে এখনো পর্যন্ত আক্রমণে তেমন কোনো বিপজ্জনক সুযোগ তৈরি করতে পারেনি। বল দখলে অবশ্য স্বাগতিক হংকং সামান্য এগিয়ে—৫৪ শতাংশ। বাংলাদেশের ৪৬ শতাংশ।

২৬ মিনিট বক্সের বাইরে থেকে ফ্রি-কিকে একটা ভালো সুযোগ পেয়েছিল স্বাগতিকেরা। তবে ভুল করেননি বাংলাদেশের ডিফেন্ডাররা। বিপদমুক্ত করেছেন দলকে।

৩৬তম বাঁ পাশ দিয়ে গড়া হংকংয়ের আক্রমণ ঠেকাতে গিয়ে ফার্নান্দোকে ডি-বক্সের ভেতর ফাউল করে বসেন তারিক কাজী। সঙ্গে সঙ্গেই তারিককে হলুদ কার্ড দেখিয়ে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। স্পট কিক থেকে ম্যাথিউ ওরের গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা।

এরপর গোল পরিশোধ করতে প্রতিপক্ষের উপর চাপ বাড়ানোর চেষ্টা করেন হামজারা। বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ের অভাবে সমতায় ফিরতে পারেনি। এতে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় হংকং।



banner close
banner close