মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

হোয়াটওয়াশ এড়াতে আফগানদের বিপক্ষে মঙ্গলবার মাঠে নামবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৫ ১৮:৫২

শেয়ার

হোয়াটওয়াশ এড়াতে আফগানদের বিপক্ষে মঙ্গলবার মাঠে নামবে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আগামীকাল (মঙ্গলবার) আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর চ্যালেঞ্জ মিরাজদের সামনে। সেই সঙ্গে মাথায় থাকবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সমীকরণ। এ ম্যাচের একাদশেও আসতে পারে পরিবর্তন। আবুধাবিতে মঙ্গলবার (১৪ অক্টোবর) বাংলাদেশ সময় ম্যাচ সন্ধ্যা ৬টায় শুরু হবে।

সিরিজ খোয়ানোর পর এখন বাংলাদেশের সামনে লড়াইটা হোয়াইটওয়াশ এড়ানোর। টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর মরুর বুকে আফগানদের সামনে ওয়ানডেতে অসহায় আত্মসমর্পণ, সেই সাথে চোখ রাঙাচ্ছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার শঙ্কা।

সেই লড়াইয়ে তৃতীয় ও শেষ ওয়ানডেতে রশিদ-নাবিদের বিপক্ষে মাঠে নামছে মেহেদী মিরাজের দল। নিশ্চিতভাবেই এ ম্যাচের একাদশে আসবে পরিবর্তন। দেখা যেতে পারে নাঈম শেখকে। ফিরতে পারেন তাসকিন আহমেদ।

তবে বড় সমস্যা মিডল অর্ডারে। একমাত্র তাওহীদ হৃদয় ছাড়া মিডল অর্ডারে নেই কোনো জাতের ব্যাটার। ঘুরে ফিরে খেলছেন মিরাজ, জাকের আলী, সোহানরা। ব্যাটিং অর্ডারে নিজেকে উন্নীত করলেও মিরাজের স্ট্রাইক রেট নিয়েও বারবার উঠেছে প্রশ্ন। সেই সাথে ৯ ম্যাচে এক জয়ের অধিনায়কত্ব এখন কাঠগড়ায়! সব মিলিয়ে শেষ ম্যাচের একাদশ কেমন হতে পারে? দলের দু:সময়ে হৃদয়ের সাথে মিডল অর্ডারে দেখা যাবে ছন্দে থাকা সাইফ হাসানকে, যিনি প্রকৃত চার নম্বরেই খেলেছেন বেশিরভাগ সময়।

বাংলাদেশের বড় ভয় রশিদ খান। প্রথম দুই ম্যাচে তিনি শিকার করেছেন আট উইকেট। হোয়াইটওয়াশ এড়াতে রশিদ খানকে ভালোভাবে সামলাতে হবে বাংলাদেশের ব্যাটারদের। এক্ষেত্রে কমাতে হবে রশিদের গুগলির বিপক্ষে ব্যাকফুটে খেলার প্রবণতা।



banner close
banner close