মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

ডিফেন্সের ভুলে আবারও গোল হজম করলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৫ ২১:৪২

শেয়ার

ডিফেন্সের ভুলে আবারও গোল হজম করলো বাংলাদেশ
ছবি: সংগৃহীত

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে হংকং চায়নার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ম্যাচের ১৩ মিনিটে ফ্রি কিক থেকে গোল করে দলকে লিড এনে দেন হামজা চৌধুরী। তবে শেষ মুহূর্তে গোল করে সমতা আনে হংকং। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও গোলের দেখা পেয়েছে সফরকারীরা।

ম্যাচের শুরু থেকে বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে হংকং। তবে কিছুটা সময় নিয়ে নিজেদের গুছিয়ে নেয় স্বাগতিকরা। এরপর আক্রমণে উঠে বাংলাদেশ। ম্যাচের ১১ মিনিটে কর্নার পায় বাংলাদেশ। তবে তা কাজে লাগাতে পারেনি তারা।

এরপর ১২ মিনিটে ডি বক্সের বাম পাশে ফয়সাল আহমেদকে ফাউল করলে ফ্রি কিক পায়। সেখান থেকে অসাধারণ ফ্রি কিকে বল জালে জড়ান হামজা চৌধুরী। বাংলাদেশের জার্সিতে এটি তার দ্বিতীয় গোল। ভুটানের বিপক্ষে প্রথম গোল করেছিলেন হামজা। গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে হংকং। তবে তাদের আক্রমণ আটকে যায় বাংলাদেশের ডিফেন্সে।

অন্যদিকে বল নিজেদের দখলে রেখে খেলার চেষ্টা করে হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা। বেশ কয়েকটি আক্রমণ করে তারা। তবে অ্যাটাকিং থার্ডে গিয়ে আটকে যায় বাংলাদেশের আক্রমণ।

ম্যাচের ৪২ মিনিটে আক্রমণ থেকে বল জালে জড়ায় হংকং। তবে অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। তবে ম্যাচের যোগ করা অতিরিক্ত সময়ে গোল করে সমতায় ফেরে হংকং। শেষ পর্যন্ত ১-১ গোলে সমতায় থেকে বিরতিতে যায় দু'দল।

ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও গোল হজম করে বাংলাদেশ। ম্যাচের ৫০তম মিনিটে হংকংয়ের হয়ে দ্বিতীয় গোলটি করেন রাফায়েল মারকিস।



banner close
banner close