এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে টিকে থাকতে হলে জয় ছাড়া উপায় নেই বাংলাদেশের। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও হংকং চায়না। ম্যাচটি শুরু হবে রাত ৮টায়।
'সি' গ্রুপে বর্তমানে হংকং ও সিঙ্গাপুর ৪ পয়েন্ট করে নিয়ে এগিয়ে আছে। ১ পয়েন্ট করে সংগ্রহে রয়েছে বাংলাদেশ ও ভারতের। ফলে হংকংয়ের বিপক্ষে জয় পেলে বাংলাদেশের অবস্থান হবে দ্বিতীয়, অন্যদিকে হারলেই কার্যত বিদায়ঘণ্টা বেজে যাবে। ড্র করলেও খুব একটা সুবিধাজনক অবস্থানে থাকছে না দলটি।
বাংলাদেশ দলে এবার একটি বড় আকর্ষণের নাম ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা মিডফিল্ডার হামজা চৌধুরী। তার অভিজ্ঞতা দলের মাঝমাঠে ভারসাম্য আনতে পারে। তার সঙ্গে আছেন শমিত সোম, ফাহামেদুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিমসহ নিয়মিতরা। ফলে আশাবাদী দেশের ফুটবল সমর্থকরা।
তবে বাস্তবতা বলছে, প্রতিপক্ষ হংকং কিছুটা এগিয়ে। কারণ তারা এরই মধ্যে চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে। বিশেষ করে জাপানের বিপক্ষে ৬-১ ব্যবধানে হেরে গেলেও তাদের আক্রমণ ও রক্ষণভাগের সক্ষমতা উঠে এসেছে। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারেন হংকংয়ের স্ট্রাইকার ম্যাট অর—৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই ফরোয়ার্ডকে আটকানো সহজ হবে না।
বাংলাদেশ দলও খালি বসে ছিল না। তারা গত এক সপ্তাহ ধরে প্রস্তুতি নিয়েছে ঢাকায়। অনুশীলনের সময় মিডফিল্ডার হামজা চৌধুরী বলেন, "ফুটবলে সাফল্য একা সম্ভব না। এটা একটা টিম গেম। আমরা প্রস্তুতি নিচ্ছি, পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছি। ইনশাআল্লাহ, ভালো কিছু হবে।"
সম্ভাব্য একাদশে আছেন গোলরক্ষক মিতুল মারমা। রক্ষণে সাদউদ্দিন, তারেক কাজী, শাকিল আহাদ ও তপু বর্মন। মাঝমাঠে থাকবেন হামজা ও শমিত। আক্রমণভাগে দেখা যেতে পারে রাকিব হোসেন, ফাহামেদুল ইসলাম ও ফয়সাল ফাহিমকে। হাভিয়ের কাবরেরা সম্ভবত ৪-৩-৩ ফরমেশনে দল সাজাবেন।
সামগ্রিকভাবে বলতে গেলে, এই ম্যাচটি শুধু একটি ম্যাচ নয়—বাংলাদেশের ফুটবলের জন্য এটি একটি পরীক্ষা। প্রস্তুতি ও সাহস একসঙ্গে মাঠে নামলে জয় অসম্ভব নয়।
আরও পড়ুন:








