মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

হৃদয়-মিরাজের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৫ ২০:০৭

শেয়ার

হৃদয়-মিরাজের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বাংলাদেশ
ফাইল ছবি

টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতার দিনে জুটি গড়ার চেষ্টা করছেন মেহেদি হাসান মিরাজ ও তাওহিদ হৃদয়। দুজনে মিলে চতুর্থ উইকেট জুটিতে ইতোমধ্যেই অধর্শত রান যোগ করে অবিচ্ছিন্ন আছেন। তাদের ব্যাটে ভর করেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে দল।

২৮ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১১০ রান।

নতুন সঙ্গী সাইফ হাসানের সঙ্গে ইনিংস ওপেন করতে নেমে সুবিধা করতে পারেননি তানজিদ তামিম। ইনিংসের চতুর্থ ওভারে আজমতউল্লাহ ওমরজাইয়ের অফ স্টাম্পের বাইরের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন তামিম। ১০ বল খেলে ১০ রান করেছেন তিনি।

তিনে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি নাজমুল হোসেন শান্ত। ষষ্ঠ ওভারের প্রথম বলে আজমতউল্লাহর বলে রীতিমতো বোকা বনে যান শান্ত। ড্রাইভ করতে গিয়ে মিড অফে ক্যাচ দিয়েছেন এই টপ অর্ডার ব্যাটার। সাজঘরে ফেরার আগে ৫ বলে ২ রান করেছেন তিনি।

২৫ রানে ২ উইকেট হারানোর পর দলের হাল ধরেন তাওহিদ হৃদয় ও সাইফ হাসান। অভিষেকে দারুণ শুরু করেছিলেন সাইফ। তবে পাওয়ার প্লে শেষেই ধৈর্য্য হারান তিনি। বড় শট খেলতে গিয়ে সীমানার কাছে ক্যাচ দিয়েছেন। সাজঘরে ফেরার আগে ৩৭ বলে ২৬ রান করেছেন এই ওপেনার।



banner close
banner close