মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

নতুন পরিচালনা পর্ষদের বোর্ড সভা কাল, আলোচনায় যা থাকছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৫ ২২:৫৩

শেয়ার

নতুন পরিচালনা পর্ষদের বোর্ড সভা কাল, আলোচনায় যা থাকছে
ছবি: সংগৃহীত

বহুল কাঙ্খিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল আজ সোমবার। যেখানে সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এছাড়া সহ-সভাপতি হিসেবে ফারুক আহমেদ এবং সাখাওয়াত হোসেন নির্বাচিত হয়েছেন।

ক্রীড়া পরিষদ কতৃক মনোনীতসহ সবমিলিয়ে বিসিবির পরিচালক এখন ২৫ জন। আর চলতি বোর্ডের প্রথম সভা হতে যাচ্ছে আগামীকাল মঙ্গলবার। দুপুর ১২টা থেকে মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামের বিসিবি ভবনে অনুষ্ঠিত হবে এই সভা। কী কী থাকছে আলোচনায়, সেই বিষয়ে জানা গিয়েছে অবশ্য।

বিসিবির একজন পরিচালক জানিয়েছেন, বিভাগ বণ্টন নিয়ে এই সভায় আলোচনা হবে। এছাড়া আসন্ন বিপিএল নিয়েও হবে আলোচনা। এছাড়া দেশের ক্রিকেটের সার্বিক বিষয়সহ আরও বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হবে এদিন।

২৫ পরিচালক নির্বাচিত হয়েছেন যারা

ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ) কোটা থেকে যারা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে আছেন চট্টগ্রাম বিভাগ থেকে আহসান ইকবাল চৌধুরি ও আসিফ আকবর, খুলনা বিভাগ থেকে আব্দুর রাজ্জাক রাজ ও জুলফিকার আলি খান, ঢাকা বিভাগ থেকে নাজমুল আবেদিন ফাহিম ও আমিনুল ইসলাম বুলবুল, বরিশাল বিভাগ থেকে সাখাওয়াত হোসেন, সিলেট বিভাগ থেকে রাহাত শামস, রাজশাহী বিভাগ থেকে মোখলেসুর রহমান ও রংপুর বিভাগ থেকে হাসানুজ্জামান।

ক্যাটাগরি-২ অর্থাৎ ঢাকার ক্লাব কোটা থেকে নির্বাচিত হয়েছেন ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী, ফারুক আহমেদ, আমজাদ হোসেন, মোকসেদুল কামাল, মঞ্জুরুল আলম, আদনান রহমান দিপন, আবুল বাশার শিপলু, ইফতেখার রহমান মিঠু, ফয়জুর রহমান ও নাজমুল ইসলাম।

ক্যাটাগরি-৩ অর্থাৎ সাবেক ক্রিকেটার এবং বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কোটা থেকে নির্বাচিত হয়েছেন খালেদ মাসুদ পাইলট। এনএসসি কোটায় নির্বাচিত হয়েছেন এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।



banner close
banner close