মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করতে বাংলাদেশের প্রয়োজন ১৪৪ রান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৫ ২২:১৮

আপডেট: ৫ অক্টোবর, ২০২৫ ২২:২৭

শেয়ার

আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করতে বাংলাদেশের প্রয়োজন ১৪৪ রান
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে টানা দুই ম্যাচ হেরে আগেই সিরিজ হাত ছাড়া করেছে আফগানিস্তান। তাই সম্মান রক্ষা করার লক্ষ্যে তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নেমেছে রশিদ খানের দল। এদিন ব্যাট হাতে নিজেদের সেরাটা দিতে পারেননি আফগান ব্যাটাররা। বাংলাদেশকে ১৪৩ রানের সহজ লক্ষ্য দিয়েছে আফগানিস্তান।

রবিবার (৫ অক্টোবর) টস হেরে ব্যাট করতে নেমে ২ ওভারে ২০ রান তুলে শুরুটা ভালো করেছিলেন দুই আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। তবে দুজনের কেউই ইনিংস বড় করতে পারেননি। ৬ বলে ৭ রান করে শরিফুলের প্রথম শিকার হন জাদরান।

চতুর্থ ওভারের প্রথম বলে গুরবাজকে (১২) সাজঘরে পথ দেখান নাসুম আহমেদ। তিনে ব্যাট করতে নেমে দলের হাল ধরেন সাদিকুল্লাহ আতাল। কিন্তু তাকে সঙ্গ দিতে পারেননি ওয়াফিউল্লাহ তারাখিল। ১৩ বলে ১১ রান করে সাইফউদ্দিনের বলে বোল্ড আউট হন তিনি।

এরপর পিচে বেশিক্ষণ নিজেকে ধরে রাখতে পারেননি সাদিকুল্লাহ। সাইফউদ্দিনের দ্বিতীয় স্পেলের প্রথম বলে ক্যাচ আউট হন তিনি। ২৩ বলে ২৮ রান করেন এই আফগান ব্যাটার। এরপর আজমতুল্লাহ ওমারজাই (৩) এবং মোহাম্মদ নবী ১ রানে আউট হলে দলীয় ৮২ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানরা।

১৫তম ওভারে সাকিবকে বোলিংয়ে আনেন জাকের আলী। ওভারের তৃতীয় বলে রশিদ খানকে ১২ রানে এবং চতুর্থ বলে আব্দুল্লাহকে ফিরিফে হ্যাটট্রিক করার সুযোগ তৈরি করেছিলেন এই টাইগার পেসার। কিন্তু পঞ্চম বল ডিফেন্স করে সাকিবে হতাশ করেন মুজিব উর রহমান।

তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন রাসুলি। কিন্তু ১৯তম ওভারের দ্বিতীয় বলে থার্ডম্যান এরিয়ায় ক্যাচ আউট হন তিনি। ২৮ বলে ৩২ রান করেন এই ব্যাটার। শেষ পর্যন্ত মুজিব উর রহমানের ১৮ বলে ২৩ রানের ইনিংসে ভর করে ১৪৩ রানের লড়াকু পুঁজি পায় আফগানিস্তান।

বাংলাদেশের হয়ে তিন উইকেট শিকার করেন সাইফউদ্দিন। এ ছাড়াও নাসুম আহমদে ও তানজিম সাকিব দুটি করে, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন নেন একটি করে উইকেট।



banner close
banner close