মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

৮২ রানে ছয় উইকেট নেই আফগানিস্তানের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৫ ২১:৫২

শেয়ার

৮২ রানে ছয় উইকেট নেই আফগানিস্তানের
ফাইল ছবি

সিরিজের প্রথম দুই ম্যাচেই আগে ফিল্ডিং করেছিল এবং জিতেছিল বাংলাদেশ। আজও টস জিতে শুরুতে বোলিং করছে বাংলাদেশ। অধিনায়কের সিদ্ধান্তকে ঠিক প্রমাণ করে দারুণ শুরু করেছেন বাংলাদেশের বোলাররা।

নতুন বলে ভালো বোলিং করেছেন শরিফুল ইসলাম। ইনিংসের তৃতীয় ওভারেই দলকে ব্রেকথ্রু এনে দেন এই বাঁহাতি পেসার। ইব্রাহিম জাদরানকে ৭ রানে ফিরিয়ে ২০ রানেই আফগানিস্তানের উদ্বোধনী জুটি ভাঙেন শরিফুল। আরেক ওপেনার রহমানুল্লাহ গুরবাজ করেছেন ১২ রান।

তিনে নেমে ভালো শুরু পেয়েছিলেন সেদিকুল্লাহ অটল। তবে উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি তিনি। ২৩ বলে ২৮ রান করা এই টপ অর্ডার ব্যাটারকে ফিরিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন।

এরপর ওয়াফিউল্লাহ তারাখিল, আজমতউল্লাহ ওমরজাই ও মোহাম্মদ নবিরা দ্রুতই ফিরেছেন। তাতে ৮২ রানেই ষষ্ঠ উইকেট হারায় আফগানিস্তান।

১৩ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৯০ রান।



banner close
banner close