মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

মশার উৎপাতে বন্ধ ভারত-পাকিস্তান ম্যাচ, করা হলো স্প্রে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৫ ১৮:৪১

শেয়ার

মশার উৎপাতে বন্ধ ভারত-পাকিস্তান ম্যাচ, করা হলো স্প্রে
ছবি: সংগৃহীত

মাথার ওপর মেঘের ঘনঘটা, বৃষ্টির শঙ্কা নিয়েই নারী বিশ্বকাপে চলছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের লড়াই। এর মাঝে হাত না মেলানোর মতো নাটকীয়তা দেখা গেছে টসের সময়। টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা খান। দুই দলের লড়াইয়ের মাঝেই নতুন ‘শত্রু হাজির। এমনকি একাধিকবার মশার উৎপাতে খেলা বন্ধ করে স্প্রেও ছিটানো হলো।

ছেলেদের এশিয়া কাপে ভারত-পাকিস্তান তিনবার মুখোমুখি হয়েছিল। তিনবারই শেষ হাসি হেসেছে সূর্যকুমার যাদবের ভারত। তবে প্রতিবারই খেলার ফলাফলের চেয়ে বড় হয়ে ওঠে দুই দলের নানা বিতর্কিত কর্মকাণ্ড। এমনকি পিসিবি ও এসিসি সভাপতি মহসিন নাকভির কাছ থেকে এশিয়া ট্রফি নিতে না চাওয়ায় এখনও চ্যাম্পিয়নরা সেটি হাতে পায়নি। এরই মাঝে মেয়েদের মেগা টুর্নামেন্টে মুখোমুখি ভারত-পাকিস্তান।

২৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২২ রানে ব্যাট করছিল ভারত। পরের ওভারেই ঝাঁকে ঝাঁকে মশা ঘিরে ধরে ক্রিজের আশপাশে থাকা ক্রিকেটারদের। স্ট্রাইকে থাকা জেমিমাহ রদ্রিগেজ কিংবা হার্লিন দেওল দুজনেই নাজেহাল হচ্ছিলেন। বাদ ছিলেন পাকিস্তানের হয়ে বোলিং প্রান্তে থাকা ক্রিকেটারসহ বাকিরা। এক পর্যায়ে স্পিনার নাশরা সান্ধুকে আম্পায়ারের সঙ্গে কথা বলতে দেখা যায়। পরে ইশারা দিয়ে আনা হয় মশার স্প্রে। খেলা বন্ধ ছিল মিনিট কয়েক। ওই সময় মুনিবা আলি ও ফাতিমারা স্প্রে করতে করতে মজায় মেতে ওঠেন।

dhakapost

৩৪ ওভারের পর আবারও বিপত্তি। এবার একশন নেওয়া হলো জোরেশোরে। পেশাদার কীটনাশক ছিটানো ব্যক্তিদের দিয়ে মাঠে স্প্রে করা হয়। ওই সময় মাঠের বাইরে অবস্থান করছিলেন দুই দলের ক্রিকেটাররা। ফলে খেলা বন্ধ রাখা হয় ১৫ মিনিটের মতো। খেলা বন্ধ হওয়ার আগে ৩৪ ওভারে ৪ উইকেটে ভারতের সংগ্রহ ১৫৪ রান।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে চলছে ভারত-পাকিস্তানের এই ম্যাচ। মূলত বিশ্বকাপের আয়োজক ভারত হলেও, পাকিস্তানের ম্যাচগুলো রাখা হয়েছে নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কার কলম্বোয়। ফলে ভারতকেও খেলতে যেতে হলো দেশটিতে।



banner close
banner close