মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

রিশাদের ভেলকিতে বিপাকে আফগানরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৫ ২২:০৮

শেয়ার

রিশাদের ভেলকিতে বিপাকে আফগানরা
ছবি: সংগৃহীত

একাদশ ওভারে নাসুম আহমেদের বল ডাউন দ্য উইকেটে গিয়ে খেলেছিলেন ইব্রাহিম জাদরান। কিন্তু লং অনে থাকা ফিল্ডার রিশাদ হোসেনকে পরাস্ত করতে পারলেন না। তাতে ৩৭ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩৮ রানে সাজঘরের পথ ধরতে হলো এই আফগান ওপেনারকে।

পরের ওভারে বোলিংয়ে এসে আরেক আফগান ব্যাটার ওয়াফিউল্লাহ তারাখিলকেও (১) সাজঘরের পথ চিনিয়েছেন রিশাদ।

এর আগে অন্য ওপেনার সেদিকউল্লাহ আতালকেও (২৩) ফিরিয়েছিলেন তিনি। এই স্পিনারের বল তেড়েফুঁড়ে খেলতে গিয়ে পারভেজ ইমনের ক্যাচ হন তিনি।

১১.১ ওভারে ৭২ রানে ৩ উইকেট খুইয়ে কিছুটা বিপাকেই পড়েছে আফগানরা।

শারজা ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আফগানদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। তবে পাওয়ার প্লের ৬ ওভারে সাফল্যের দেখা পায়নি লাল-সবুজের প্রতিনিধিরা।

শরিফুল-নাসুমরা নিয়ন্ত্রিত বোলিং করলেও দেখেশুনে ব্যাট করা আফগানরা প্রথম ৬ ওভারে তোলে বিনা উইকেটে ৩৫ রান। এর মধ্যে মোস্তাফিজুর রহমানের করা পাওয়ার প্লের শেষ ওভারেই ১৩ রান তোলেন দুই আফগান ওপেনার সেদিকউল্লাহ ও ইব্রাহিম জাদরান।

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ৪ উইকেটে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। আজ জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত হবে জাকের আলীর দলের।



banner close
banner close