মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

আফগানদের বিপক্ষে লড়ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ অক্টোবর, ২০২৫ ২৩:৩৩

আপডেট: ২ অক্টোবর, ২০২৫ ২৩:৪৭

শেয়ার

আফগানদের বিপক্ষে লড়ছে বাংলাদেশ
ফাইল ছবি

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে ১৫২ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৪.৪ ওভারে ৫ উইকেটে ১১৭ রান।

শারজায় তিন ম্যাচের সিরিজের, প্রথম ম্যাচেই লক্ষ্যে খেলতে নামে ভালো শুরু পায় বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন ঝরো শুরু করে এদিন।

শেষ খবর অনুযায়ী, তানজিদ ৩৭ বলে ৫১ এবং ইমন ৫৪ রান করে আউট হন। এছাড়া শূন্য রানে বিদায় নেন সাইফ হাসান।

এর আগে টস জিতে খেলতে নেমে ১৫১ রানে অলআউট হয় আফগানিস্তান।

দারুণ বোলিংয়ে শুরুতেই আফগানিস্তানকে চেপে ধরেছিল বাংলাদেশ। তবে শেষের দিকে দারুণ ব্যাটিং করেছেন মোহাম্মদ নবি। অভিজ্ঞ এই ব্যাটারের ঝোড়ো ইনিংসে দেড়শ ছাড়ানো সংগ্রহ পেয়েছে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেছেন রহমানুল্লাহ গুরবাজ।

শুরুতেই বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন নাসুম আহমেদ। ইব্রাহিম জাদরানকে বোল্ড করেছেন এই অফ স্পিনার। সাজঘরে ফেরার আগে ১০ বলে ১৫ রান করেছেন তিনি। ব্যর্থ হয়েছেন আরেক ওপেনার সাদিকুল্লাহ অটল। ১২ বলে ১০ রানের বেশি করতে পারেননি তিনি।

এরপর দারউইস রাসুলি-মোহাম্মদ ইশাকরা দ্রুতই ফিরেন। এ দুজনের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। তাতে ৪০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে আফগানিস্তান। সেখান থেকে দলকে টেনে তোলেন আজমতউল্লাহ ওমরজাই ও রহমানুল্লাহ গুরবাজ।

শেষদিকে রীতিমতো ঝড় তোলেন মোহাম্মদ নবি। তাসকিনকে ১৮তম ওভারে তিন ছক্কা হাঁকান তিনি। সেই ওভারেই আউট হয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার। ২৫ বলে ৩৮ রান করেছেন তিনি। এ ছাড়া ১২ বলে অপরাজিত ১৭ রান করেছেন শরাফুদ্দিন আশরাফ।



banner close
banner close