মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

বাংলাদেশের বিশ্বকাপ শুরু আজ; প্রতিপক্ষ পাকিস্তান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ অক্টোবর, ২০২৫ ১১:৫৮

শেয়ার

বাংলাদেশের বিশ্বকাপ শুরু আজ; প্রতিপক্ষ পাকিস্তান
ছবি: সংগৃহীত

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ শুরু হয়েছে ৩০ সেপ্টেম্বর। নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশের অভিযান শুরু হচ্ছে আজ। কলম্বোয় বাংলাদেশ মুখোমুখি হচ্ছে পাকিস্তানের। বিশ্বকাপ অভিযানে যাওয়ার আগে নিগার বলেছিলেন অন্তত দুটি জয়ের লক্ষ্যের কথা। এর একটি পাকিস্তানের বিপক্ষে।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে নিগার বললেন, ‘পাকিস্তানের বিপক্ষে খেলা আমাদের জন্য ভালোই হবে। তাদের সঙ্গে দীর্ঘদিন ধরে খেলছি। তাই প্রতিযোগিতা বেশ জমবে। র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানের চেয়ে এক ধাপ এগিয়ে বাংলাদেশ। তবে মুখোমুখি লড়াইয়ে ৮-৭ ব্যবধানে এগিয়ে পাকিস্তান।

পাকিস্তানে অনুষ্ঠিত বাছাইপর্বে নেট রান রেটে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে নারী বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। বিশ্বকাপের টিকিট পাওয়ার খবরটি নিগার পেয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানার কাছ থেকে। পাকিস্তান অধিনায়ক ফোন করে নিগারকে জানিয়েছিলেন বাংলাদেশ কোয়ালিফাই করেছে। নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেট খেলতে গিয়েই নিগার ও সানার বন্ধুত্ব।

আইসিসি ডিজিটালে বন্ধুত্বের গল্পটা বলেছেন নিগার। আজ অবশ্য বন্ধু থেকে শত্রু হবেন দু’জন। বাংলাদেশ অধিনায়ক আইসিসিকে বললেন , ‘মাঠে নামার পর ফাতিমা সানাকে আমি চিনি না। কারণ, সে তো আমাকে আউট করার চেষ্টা করবে। যখনই আমি তার বিপক্ষে মাঠে নামি তাকে আমি বন্ধু হিসেবে দেখি না, দেখি প্রতিপক্ষ হিসেবে।’

দ্বিতীয়বার ওয়ানডে বিশ্বকাপ খেলছে তারা। আট দলের বিশ্বকাপে প্রতিটি দল সবার বিপক্ষে খেলবে একটি করে ম্যাচ। সেমিফাইনালে উঠবে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল।



banner close
banner close