বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

শেষ মুহূর্তের পেনাল্টিতে ম্যানসিটির সাথে মোনাকোর নাটকীয় ড্র

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ অক্টোবর, ২০২৫ ১০:৩৭

আপডেট: ২ অক্টোবর, ২০২৫ ১০:৪৬

শেয়ার

শেষ মুহূর্তের পেনাল্টিতে ম্যানসিটির সাথে মোনাকোর নাটকীয় ড্র
ছবি: সংগৃহীত

ম্যানচেস্টার সিটিকে রুখে দিয়েছে ঈশ মোনাকো। স্টেড লুইতে ম্যাচের ১৫তম মিনিটে হলান্ডের গোলে এগিয়ে যায় সিটিজেনরা। তবে সমতায় ফিরতে দেরি করেনি স্বাগতিক মোনাকো। ১৮তম মিনিটে তেজে ডি-বক্সের বাইরে থেকে দারুণ এক গোল করে মোনাকোকে সমতায় ফেরায়।

তবে প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে আবারও লিড পায় সিটি। এবারের গোল স্কোরারও সেই হলান্ড। ৪৩তম মিনিটে ও'রেলির ক্রস থেকে হেডে গোল করেন নরওয়েজিয়ান এই তারকা। চ্যাম্পিয়ন্স লিগে এটি হলান্ডের ৫২তম গোল। ৫০ ম্যাচ খেলে এই গোল করেছেন তিনি।

দ্বিতীয় হাফে খেলায় তেমন কোনো আকর্ষণ ছিল না। তবে ম্যাচের ৮৭তম মিনিটে ডি-বক্সের ভেতরে মোনাকোর ডিফেন্ডারকে মুখে লাথি মারায় পেনাল্টি পায় স্বাগতিকরা। সেই পেনাল্টি থেকে গোল করেন এরিক ডায়ার। তাতে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।



banner close
banner close