মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

এশিয়া কাপের শিরোপা আমিরাত ক্রিকেট বোর্ডে জমা দিলেন নাকভি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ অক্টোবর, ২০২৫ ১৯:২৬

শেয়ার

এশিয়া কাপের শিরোপা আমিরাত ক্রিকেট বোর্ডে জমা দিলেন নাকভি
ছইব; সংগৃহীত

সম্প্রতি অনুষ্ঠেয় এশিয়া কাপের মেগা ফাইনাল শেষে ট্রফি হস্তান্তর নিয়ে তৈরি হয় বড় ধরনের বিতর্ক। আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া ভারত এখনও হাতে পায়নি শিরোপা। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি সেই ট্রফি জমা দিয়েছেন সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ক্রিকেট বোর্ডের কাছে।

বুধবার (১ অক্টোবর) এক প্রতিবেদনে এমন তথ্য জানায় এনডিটিভি। আগেরদিন, পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপারের তথ্যমতে বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা বারবার নাকভিকে অনুরোধ করেন যেন দ্রুত ভারতের হাতে ট্রফি তুলে দেয়া হয়। তবে, নাকভি প্রথমে জানান, এটি এই সভার আলোচ্য বিষয় নয়। ভারতীয় প্রতিনিধিদের চাপের মুখে তিনি পরে শর্ত জুড়ে দেন চ্যাম্পিয়ন দলের অধিনায়ক সুরিয়াকুমারকে দুবাইয়ে নিজে এসে ট্রফি সংগ্রহ করতে।

সভা চলাকালীন নাকভিকে উদ্দেশ্য করে শুক্লা বলেন, ‘ট্রফি আপনার ব্যক্তিগত সম্পত্তি নয়। তাই এটিকে হোটেলের ঘরে নিয়ে যেতে পারেন না। ভদ্রভাবে ভারতের হাতে ট্রফি ও মেডেল তুলে দিতে হবে।

পাল্টা জবাবে নাকভি অভিযোগ তোলেন, পুরস্কার বিতরণী মঞ্চে তাকে দীর্ঘ সময় ধরে দাঁড় করিয়ে রাখা হয়েছিল যেখানে তার ‘নিজেকে কার্টুনের মতো লাগছিল। তিনি দাবি করেন, ভারতীয় দল মৌখিকভাবে জানিয়েছিল তারা তার হাত থেকে ট্রফি নিতে চায় না, কিন্তু লিখিত কিছু জানায়নি। তাই তিনি মঞ্চে অপেক্ষা করছিলেন। শেষ পর্যন্ত ট্রফি সমস্যার সমাধান হয়নি। নাকভি স্পষ্ট জানিয়ে দেন, ‘এই বৈঠকে ট্রফি নিয়ে কোনো সিদ্ধান্ত হবে না। এ বিষয়ে আলাদা বৈঠক হবে।

বিসিসিআইর আরও অভিযোগ, ব্যক্তিগত বা রাজনৈতিক ক্ষোভ থেকে নাকভি এমন আচরণ করেছেন। এসিসি প্রধান হিসেবে নিরপেক্ষ থাকা তার নৈতিক দায়িত্ব ছিল, কিন্তু তিনি বরং জাতীয় আবেগকে প্রাধান্য দিয়েছেন। এর ফলে আঞ্চলিক ক্রিকেট পরিচালনায় রাজনীতির প্রভাব পড়েছে, যা আন্তর্জাতিক ক্রিকেটের ন্যায্যতা ও ক্রীড়াসুলভ মানসিকতার জন্য হুমকি।

উল্লেখ্য, এসিসি এ ঘটনায় ‘দুঃখ প্রকাশ করেছে, নাকভি এখনও প্রকাশ্যে দুঃখপ্রকাশ করেননি। বিসিসিআই জানিয়েছে, বিষয়টি তারা আইসিসি পর্যন্ত নিয়ে যাবে এবং আসন্ন নভেম্বরের বৈঠকে এ নিয়ে আলোচনা হবে।



banner close
banner close