মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

ফেসবুকে ‘সাকিব ও আসিফের’ পাল্টাপাল্টি পোস্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ০০:০৯

আপডেট: ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ০০:১৩

শেয়ার

ফেসবুকে ‘সাকিব ও আসিফের’ পাল্টাপাল্টি পোস্ট
ফাইল ছবি

গত বছর আওয়ামী লীগ সরকারে পতনের পর থেকে দেশের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। দেশে ফিরে জাতীয় দলে হয়ে খেলতে চাইলেও হত্যা মামলার আসামী হওয়ায় দেশে ফিরতে পারেননি তিনি। বর্তমান ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত সময় পার করছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে এর মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে আলোচনায় এসেছেন সাকিব।

রবিবার (২৮ সেপ্টেম্বর) ছিল ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। এই উপলক্ষ্যে হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছিলেন সাকিব। যা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

অন্যদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। But i was right. End of the discussion।

ক্রিকেটার সাকিব আল হাসানকে পুনর্বাসন না করার সিদ্ধান্তের জেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সহস্র গালি শুনতে হয়েছে বলে মন্তব্য করেছেন।

এদিকে মধ্য রাতে আরও একটি পোস্ট করে আলোচনায় ঘি ঢেলেছেন সাকিব। যেখানে তিনি নিজের জাতীয় দলে না ফেরার কারণ জানিয়েছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে সাকিব লিখেছেন, যাক শেষমেষ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না। ফিরবো হয়তো কোন দিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ।



banner close
banner close